inter

দৈনিকবার্তা-ঢাকা, ০৯ জুন: সসার বা পিরিচ আকৃতির “এলিয়েন স্পেসশিপ” নিয়ে গুজবের অন্ত নেই। কিন্তু সসার স্পেসশিপ আর গুজবের মধ্যে থাকলো না। এবার খোদ নাসা আনুষ্ঠানিকভাবে আকাশে ওড়ালো সসার আকৃতির স্পেসশিপ।

পরীক্ষামূলক উড্ডয়নে দেখা গেছে ভালই কাজ করছে স্পেসশিপ। তবে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের সময় গতিবেগ কমানোর যে প্যারাসুট ব্যবস্থা রাখা হয়েছিল এতে, সেটা কাজে দেয়নি।প্রতিকূল আবহাওয়ার কারণে নির্ধারিত সময় এক সপ্তাহ পিছিয়ে সোমবার হাওয়াইয়ের আকাশে ওড়ানো হলে নাসার এই সসার স্পেসশিপ।