1433850066

দৈনিকবার্তা-নোয়াখালী, ৯ জুন: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অল্প সময়ের মধ্যে তিসত্মার পানি চুক্তি বন্টন চুক্তি স্বাক্ষরিত হবে৷তিনি বলেন, যারা আওয়ামী লীগকে ভারতের দালাল বলে গালাগাল করত, তারাই আজ দালালির সনদ পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে৷মন্ত্রী মঙ্গলবার নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভা মিলনায়তনে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন৷

বসুরহাট পৌরসভা মিলনায়তনে পৌর মেয়র মির্জা কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্বর্ধনা সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, উপজেলা আওয়ামী লীগ সভাপতি খিজির হায়াত প্রমুখ৷ওবায়দুল কাদের বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের মধ্য দিয়ে ৪০ বছরের অবিশ্বাস ও সন্দেহের দেয়াল ভেঙ্গে গেছে৷ ছিটমহলের ৫২ হাজার অধিবাসীর অনিশ্চয়তার অবসান হয়েছে৷ এখন শুরম্ন হয়েছে নতুন সেতু বন্ধন৷ এ সব কিছু সম্ভব হয়েছে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের কারণে৷

তিনি বলেন, বাংলাদেশ, ভূটান, ভারত ও নেপাল এ চার দেশের মধ্যে অচিরেই সড়ক পথে পরিবহন, ব্যক্তিগত গাড়ি ও পণ্যবাহী গাড়ি যাতায়াত করবে৷ ইউরোপের মতো এ চার দেশের মধ্যে ব্যবসা ও পর্যটন এবং অর্থনীতিতে এক নতুন দিগনত্মের উন্মোচন হবে৷ওবায়দুল কাদের বলেন, বিশ্বে আজ আর পিছিয়ে থাকার সুযোগ নেই৷ আগামী ১২ জুন এ সংক্রানত্ম চুক্তি চার দেশের পরিবহন মন্ত্রীদের উপস্থিতিতে ভূটানের রাজধানী থিম্পুতে স্বাক্ষরিত হবে এবং আগামী ছয় মাসের মধ্যে তা কার্যকর হবে৷তিনি বলেন, কর্ণফুলী নদীর তলদেশে ট্যানেল নির্মাণের জন্য অবিলম্বে চীনের সাথে চুক্তি সম্পাদিত হবে৷ বাংলাদেশ এখন বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল৷