দৈনিকবার্তা-ঢাকা, ০৮ জুন: ঢাকা বিশ^বিদ্যালয় দিবস উদ্যাপন কমিটির এক প্রস্তুতি সভা সোমবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস উদ্যাপন কমিটির আহ্বায়ক এবং বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: কামাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য, শিক্ষক সমিতির সভাপতি, ডীন, প্রভোস্ট, বিভাগীয় চেয়াম্যান, অফিস প্রধান ও বিভিন্ন সমিতির প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মসূচি অনুযায়ী আগামী ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় দিবসে সকাল ১০টায় প্রশাসনিক ভবন সংলগ্ন মলে জমায়েত, ঢাকা বিশ্ববিদ্যালয় ও হলসমূহের পতাকা উত্তোলন, সকাল সাড়ে ১০টায় শোভাযাত্রা সহকারে টিএসসিতে গমন করা হবে। সকাল ১১টায় ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হবে আলোচনা সভা।এছাড়া বিশ^বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ র্যালিতে অংশগ্রহণ করবেন।অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদ, বিভাগ, ইনস্টিটিউট ও হল দিনব্যাপী নিজস্ব কর্মসূচি গ্রহণ করেছে। থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ এবং টেলিভিশন ও চলচ্চিত্র অধ্যয়ন বিভাগের উদ্যোগে কর্মসূচি গ্রহণ করার সিদ্ধান্ত হয়েছে। এ উপলক্ষে একটি স্মরণিকা ও ক্রোড়পত্র প্রকাশ করা হবে।উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস উদ্যাপন উপলক্ষে আগামী ১ জুলাই বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। তবে অফিসসমূহ যথারীতি খোলা থাকবে।