index

দৈনিকবার্তা-বগুড়া, ০৮ জুন: জেলার সারিয়াকান্দিতে মাদক সেবনের দায়ে বুলবুল আহম্মেদ (৩৫) নামে এক মাদকসেবীকে ছয় মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার বিকেল ৫টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাকিল মাহমুদ এ দন্ডাদেশ দেন। দন্ডাদেশপ্রাপ্ত বুলবুল আহম্মেদ ফুলবাড়ী বাজার এলাকার সামছুল হক সরকারের ছেলে। সারিয়াকান্দি থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল জানান, সকালে ফুলবাড়ী বাজার পাশে প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বসে বুলবুল গাঁজা সেবন করছিলেন। এ সময় পুলিশ তাকে আটক করে। পরে বিকেল ৫টার দিকে বুলবুলকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক তাকে ছয় মাসের কারাদন্ড দেন।