দৈনিকবার্তা-সিলেট, ০৮ জুন: ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যা মামলায় দৈনিক সবুজ সিলেট ও সংবাদের ফটো সাংবাদিক ইদ্রিস আলীকে আটকের পর আদালতের মাধ্যমে সাত দিনের রিমান্ডে নিয়েছে আদালত। সোমবার ভোরের দিকে সিলেট শহরতালীর সাহেব বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।সোমবার সিলেট মহানগর হাকিম-২ আদালতের বিচারক ফারহানা ইয়াসমিনের আদালতে ইদ্রিস আলীকে হাজির করে ১৫ দিনের রিমান্ড প্রার্থনা করেন। আদালত এ সময় ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আটক ইদ্রিস আলী বিমানবন্দর থানার ফতেহগড় গ্রামের মোহাম্মল ইলিয়াস আলীর ছেলে।গত ১২ মে সিলেট নগরীর সুবিদবাজারে চাপাতি দিয়ে কুপিয়ে অনন্তকে হত্যা করে দুর্বৃত্তরা। ছাতকের ঝাউয়াবাজারের পূবালী ব্যাংকের শাখার কর্মকর্তা অনন্ত ওইদিন অফিসে যাওয়ার জন্যই বাসা থেকে বেরিয়েছিলেন। কয়েক’শ গজ যাওয়ার পর ৪ জন ঘাতক তাকে চাপাতি দিয়ে কুপিয়ে খুন করে। টওকাশ্য দিবালোকে এমন হত্যাকাণ্ডের পর প্রতিবাদের ঝড় ওঠে সিলেটসহ সারাদেশে।
মাস তিনেকের ব্যবধানে বাংলাদেশে সমমনা তিন ব্লগার-অভিজিৎ রায়, ওয়াশিকুর ওয়াশিকুর রহমান বাবু ও অনন্ত বিজয় দাশ- হত্যাকাণ্ডের প্রতিবাদ এসেছে দেশের পাশাপাশি আন্তর্জাতিক মহল থেকেও। তবে এসব ঘটনার কোনটির তদন্তেই পুলিশ এখনো সফলতার মুখ দেখেনি। উল্লেখ্য, গত ১২ মে সিলেটের সুবিদবাজার এলাকার বাসা থেকে কর্মস্থলে যাওয়ার পথে মুক্তমনার ব্লগার ও সিলেট গণজাগরণ মঞ্চের সংগঠক অনন্তকে প্রকাশ্যে কয়েকজন মুখোশধারী কুপিয়ে হত্যা করে।ঘটনার দিনই নিহতের বড়ভাই অজ্ঞাতনামা চার জনকে আসামি করে বিমানবন্দর থানায় একটি মামলা করেন।বিমানবন্দর থানার ওসি (তদন্ত) নুরুল আলম প্রথমে মামলাটি তদন্তের দায়িত্ব পেলেও হত্যাকারীদের কেউ গ্রেফতার বা শনাক্ত না হওয়ায় ১৪ দিনের মাথায় তদন্তের দায়িত্ব দেয়া হয় সিআইডিকে।