photo-1433674879

দৈনিকবার্তা-ঢাকা, ০৮ জুন: ব্যথা কমাতে হরহামেশাই ব্যথানাশক ওষুধ খাই আমরা৷ সাময়িকভাবে ব্যথানাশক ওষুধ তেমন ক্ষতিকর না হলেও দীর্ঘদিন এ ধরনের ওষুধ খাওয়া মারাত্মক ক্ষতিকর৷ অনেকে চিকিত্‍সকের পরামর্শ ছাড়াই দিনের পর দিন ব্যথানাশক ওষুধ খেয়ে যান৷ তা ছাড়াও যারা বিভিন্ন আথর্্রাইটিস বা বাত রোগে অথবা ডিজেনারেটিভ ডিজিজ বা বয়সজনিত হাড়ের ক্ষয় রোগ যেমন – রিউমাটয়েড আথ্রাইটিস, এনকাইলোজিং স্পনডাইলাইটিস, অস্টিওআথ্রাইটিস, স্পনডাইলোসিস ইত্যাদি রোগে ভোগেন তাঁদের নিয়মিতই কোনো না কোনো ব্যথানাশক ওষুধ খেতে দেখা যায়৷তবে দীর্ঘদিন ব্যথানাশক ওষুধ খেলে আমাদের শরীরের গুরুত্বপূর্ণ কিছু অঙ্গের মারাত্