দৈনিকবার্তা-ঢাকা, ০৮ জুন: প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে বাংলাদেশ সরকারকে ১২ কোটি ডলার ঋণ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।সোমবার রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে এ-সংক্রান্ত চুক্তি সই হয়েছে।চুক্তিতে সই করেন বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন এবং এডিবির পক্ষে প্রতিষ্ঠানের কান্ট্রি ডিরেক্টর কাজুহিকু হিগুচি। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকার ও এডিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা।দ্বিতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি শীর্ষক কর্মসূচির আওতায় এ ঋণচুক্তি সই হয়। চুক্তি অনুযায়ী, এ ঋণ পাঁচ বছর রেয়াতি মেয়াদসহ ২৫ বছরে পরিশোধযোগ্য এবং সুদের হার দুই শতাংশ।এ কর্মসূচির মাধ্যমে প্রাক-প্রাথমিক ও প্রাথমিক পর্যায়ের সব শিক্ষার্থীর জন্য কার্যকর, যথাযথ ও শিশুবান্ধব শিক্ষা উপযোগী ব্যবস্থা নেয়া হবে।এডিবি ছাড়াও আরো নয়টি উন্নয়ন সহযোগী সংস্থা এ কর্মসূচিতে অর্থ সহায়তা দেবে। এর মেয়াদ শেষ হবে ২০১৭ সালে ডিসেম্বরে।
সবার জন্য শিক্ষার মান উন্নয়ন, শিক্ষায় সবার অংশগ্রহণের ক্ষেত্রে বৈষম্য কমানো, শিক্ষা পরিকল্পনা ও ব্যবস্থাপনার উন্নয়ন এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আরো কার্যকর করার প্রকল্পে এই অর্থ ব্যবহার করা হবে।অনুষ্ঠানে ইআরডি সচিব জানান, ২০১১ সাল থেকে প্রাথমিক শিক্ষার উন্নয়ন কর্মসূচী (তৃতীয় পর্য়ায়) শীর্ষক প্রকল্প শুরু হয়। এ কর্মসূচির সংশোধিত প্রাক্কলিত ব্যয় ৯৮০ কোটি ৭৬ লাখ মার্কিন ডলার বা ৭৬ হাজার ৫০০ কোটি টাকা।এতে সরকারের নিজস্ব তহবিল থেকে ৮০৮ কোটি ৫৫ লাখ ডলারের সমপরিমাণ অর্থ যোগান দিচ্ছে। বাকি ১৭২ কোটি ডলার অর্থায়ন করছে বিশ্ব ব্যাংক ও এডিবিসহ নয়টি দাতাসংস্থার গঠিত একটি কনসোর্টিয়াম।এর মধ্যে বিশ্বব্যাংক ৪০ কোটি ডলার, ইউরোপীয় ইউনিয়ন ৪ কোটি ৬৫ লাখ ডলার এবং গ্লোবাল পার্টনারশিপ ফর এডুকেশন ১০ কোটি ডলারের যোগান দিতে চুক্তিবদ্ধা হয়েছে।