দৈনিকবার্তা-ঢাকা, ০৮ জুন: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ সফরে তিস্তা চুক্তি বিষয় অনেকটাই এগিয়েছে।তিনি বলেন, তিস্তার বিষয় নরেন্দ্র মোদী বলেছেন, একটা কিছু হলে হয়েও যেতে পারে। ভারতীয় রাজনীতিতে ফেডারেশন আছে। অনেকগুলো রাজ্য নিয়েই তাদের এগিয়ে যেতে হয়। তাই তিস্তাসহ সকল অভিন্ন নদীর বিষয়ে একটা ব্যবস্থা হবে।সুরঞ্জিত সেন গুপ্ত সোমবার রাজধানীর ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত চলমান রাজনীতি বিষয়ক এক আলোচনা সভায় এ সব কথা বলেন।সংগঠনের উপদেষ্টা এমদাদুল হক সেলিমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী মো. সেলিম, সাম্যবাদী দলের নেতা হারুন চৌধুরী প্রমুখ।সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, তিস্তার বিষয়ে এখনো সমাধান হয়নি। সেক্ষেত্রে ভারতীয় রাজনীতিতে যুক্তরাষ্ট্রীয় রাজনীতি আছে। যুক্তরাষ্ট্রীয় মানে ফেডারেল পলিটিক্স। এটা আমাদের মতো নেশন, ওয়ান স্টেট গভমেন্ট না। তাদের যেহেতু প্রচুর স্টেট (রাজ্য) রয়েছে, তাই স্টেটগুলোর স্বার্থও দেখতে হয়। তাই তাদের এই যুক্তরাষ্ট্রীয় রাজনীতি বাধা অতিক্রম করেই যেতে হবে।
তিনি বলেন, যে মমতা ব্যানার্জীকে বাংলাদেশে নিয়ে আসতে পেরেছেন। আমি আশা করি তাদের আভ্যন্তরীন রাজনীতি বেড়াজাল মুক্ত হয়ে যাবে এবং তিস্তাসহ সমস্ত অভিন্ন নদী গুলো নিয়ে সমস্যার একটা সমাধান বের হবে।সুরঞ্জিত সেন গুপ্ত বলেন, ভারত সীমান্ত চুক্তির মাধ্যমে তারা তাদের ঐক্যমত প্রকাশ করেছে। আমাদের দেশেও একটি ঐক্যমতের রাজনীতির প্রকাশ ঘটেছে। যারা ভারত বিরোধী রাজনীতি করছে তারাও ভুল-ত্রুটি বুঝে সীমান্ত চুক্তিসহ যে কয়টি চুক্তি হয়েছে তাতে ঐক্যমত প্রকাশ করেছে। দুই দেশের জন্য বিশেষ করে আমাদের জন্য মাইল ফলক।প্রবীণ এই রাজনীতিবিদ বলেন, নরেন্দ্র মোদীর এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে নতুন বাতাবরণ সৃষ্টি হলো। সারা পৃথিবীর গণমাধ্যমে এ নিয়ে মুখর। এখন আর পশ্চিমে নয় যত পারো পূবে তাকাও। কারণ পূবই এখন সমৃদ্ধির চাবিকাঠি। আমাদের আগামীতে বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাওয়ার পথ প্রশস্ত হয়েছে।সুরঞ্জিত সেন গুপ্ত বলেন, যারা এতোদিন ধরে ভারত সম্পর্কে নেতিবাচক রাজনীতি করেছেন, যে ভারত আসলে আমাদের সব নিয়ে যাবে, এটি হচ্ছে পাকিস্তানি মানসিকতা। এই পাকিস্তানিকরণের রাজনীতির বিষয়টি দূর হয়েছে। বারবার মোদিজী বলেছেন আমরা একসাথে চলবো এবং একসাথেই এগিয়ে যাবো।