দৈনিকবার্তা-ঢাকা, ০৮ জুন: ডিএমপি’র গোয়েন্দা ও অপরাধতথ্য বিভাগ গত ০৭/০৬/২০১৫ খ্রিঃ রবিবার রাতে রাজধানীর বনানী ডিওএইচএস এলাকা থেকে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন ISIS এর ০১ সদস্যকে গ্রেফতার করেছে । গ্রেফতারকৃতের নাম ফিদা মুনতাসির সাকের । এসময় তার হেফাজত হতে CPU- Mercury পুরাতন একটি, ৩টি ল্যাপটপ, ৩টি মোবাইল সেট, হার্ডডিস্ক ২টি, মাউস ৩টি. ল্যাপটপ চার্জার ২টি, পাসপোর্ট ১টি, বিভিন্ন ধরণের ২১টি বই, ৩টি লিফলেট, নোট বই ১টি, ফেসবুকের front page এর ¯ক্রীন শট (১ থেকে ৮২ পাতা), ই মেইল আইডিতে সংরক্ষিত জিহাদ এবং ISIS সম্পর্কিত বিভিন্ন পুস্তকের friend list এর স্ক্রীন শট।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মুনতাসির আল সাকের জানায় যে ,সে ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন সময়ে ISIS এর বাংলাদেশের প্রতিনিধি হিসাবে তার নিজ বাসায় বাংলাদেশের বিভিন্ন স্থান হতে কর্মী সংগ্রহ ও লোকদের আশ্রয় প্রদান করে ও প্রশিক্ষন দিয়ে থাকে।
সে আরও জানায়, তার সহযোগী ১০/১২ জন অজ্ঞাত নাম আনসারউল্লাহ বাংলাটিমের সদস্যদের সাথে গোপন বৈঠক মিলিত হয়ে মধ্য প্রাচ্যের আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন এর সদস্য সংগ্রহ এবং কর্মপরিকল্পনা নির্ধারন করার জন্য বৈঠক করছিল । উল্লেখ্য যে, সে আনসার উল্লাহ বাংলাটিমের সক্রিয় সদস্য বলে জানায়। ইতিপূর্বে সে হিজবুত তাহরীরের সদস্য ছিল, বর্তমানে আনসার উল্লাহ বাংলাটিমের সক্রিয় সদস্য ও জুনুদ আল তাওহীদ খিলাফাহ নামে ISIS এর আদলে বাংলাদেশে খিলাফত প্রতিষ্ঠার জন্য জিহাদী সংগঠন গড়ে তুলেছে।সে জানায়, বর্তমান দেশের গনতান্ত্রিক সরকার ব্যবস্থাকে উৎখাতের মাধ্যমে ISIS কর্তৃক নির্দেশিত খিলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সে তার সহযোগীদের নিয়ে বিভিন্ন তথ্য প্রচার করে থাকে । এছাড়াও গোপনে অথর্, অস্ত্র, ও কর্মী সংগ্রহ করে সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনার মাধ্যমে দেশের আইন শৃঙ্খলার অবনতি দেশের গুরুত্বপূর্ন ব্যক্তিদের টার্গেট করে হত্যা ইত্যাদির মাধ্যমে ISIS এর আদলে খিলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার সক্রিয় ভাবে দায়িত্ব পালন করে আসছে। তাদের সংগঠনের অনেক সদস্য বর্তমানে ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে তৎপর রয়েছে।তার বিরুদ্ধে আইন গত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।ডিএমপির গোয়েন্দা ও অপরাধতথ্য বিভাগ ডিসি শেখ নাজমুল আলম পিপিএম বার এর নির্দেশনায় এডিসি মোঃ শাহজাহান এর সার্বিক তত্বাবধানে এবং সিনিঃ সহকারী পুলিশ কমিশনার মোঃ জামাল পাশা সাহেবের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।