Gournadi Photo- 07-06-15 (4)

দৈনিকবার্তা-আগৈলঝাড়া (বরিশাল) ০৭ জুন: বরিশালের আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েছাত্রলীগ কমর্ীরা হামলা চালিয়ে ভাংচুরসহ মেডিকেল অফিসারকে পিটিয়ে গুরুতর আহত করার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে৷ ওই মামলার এক আসামী ছাত্রলীগ কমর্ীকে গ্রেফতার করেছে পুলিশ৷ বিচারের দাবীতে উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তার কাছে স্মারক লিপি দেয়া হয়েছে৷ হাসপাতাল সূত্রে জানা গেছে, একটি এঙ্রে করাকে কেন্দ্র করে শনিবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্রে ডা. বখতিয়ার আল মামুন দায়িত্ব পালন কালে ২০-২৫জন ছাত্রলীগ কমর্ীরা ডাক্তারের কক্ষে ঢুকে পিটিয়ে ডাক্তারকে গুরুতর আহত করে৷ এঘটনায় ডা. বখতিয়ার আল মামুন বাদী হয়ে আগৈলঝাড়া থানায় একটি মামলা দায়ের করেন, যার নং-৫৷ ওই মামলার আসামী শিহিপাশা গ্রামের নুর মোহাম্মদ গাজীর ছেলে ইউনিয়ন ছাত্রলীগ কমর্ী শামীম গাজীকে শনিবার রাতে পুলিশ গ্রেফতার করে৷ ডাক্তারের উপর হামলার ঘটনায় বিচার দাবীতে গতকাল রোববার সকালে উপজেলা চেয়ারম্যান গোলাম মোতর্ূজা খান ও উপজেলা নিবাহর্ী কর্মকতর্া দেবী চন্দ-র কাছে স্মারক লিপি দিয়েছে হাসপাতালের কর্মরত ৭জন চিকিত্‍সক৷ দুপুরে স্বাস্থ্য কমপ্লেঙ্রে সামনে ডাক্তারের উপর হামলাকারীদের বিচারের দাবীতে মানববন্ধন করেছে হাসপাতালের ডাক্তার ও কর্মকতর্ারা৷ তাদের সাথে একাত্মতা প্রকাশ করে মানববন্ধনে অংশ নেয় বিভিন্ন ঔষধ কোম্পানীর প্রতিনিধিরা৷ এ সময় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকতর্া ডা. মো. সেলিম মিয়া৷