দৈনিকবার্তা-ঢাকা, ৭ জুন: ঢাকা সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করে তিস্তা সমস্যার সমাধান চেয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। জবাবে মোদি রওশনকে বলেছেন, প্রতিবেশি দুটি দেশ যদি একসঙ্গে মিলিত হয়ে কাজ করে তবে তিস্তা চুক্তিসহ ভারত-বাংলাদেশের মধ্যে অমিমাংসিত সমস্যাগুলো সমাধান সম্ভব। সেই সঙ্গে তিস্তা বিষয়ে মোদি বাংলাদেশের জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। রোববার বিকেলে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে মোদির সঙ্গে বৈঠক শেষে সংসদে বিরোধী দলের নেত্রী রওশন এরশাদ সাংবাদিকদের এ কথা জানান।প্রায় ২৫ মিনিট ধরে চলা বৈঠকে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে কথা হয় বলে জানান রওশন।গত ৫ জানুয়ারি একতরফা নির্বাচন বিষয়ে কোনো কথা হয়েছে কিনা জানতে চাইলে রওশন সাংবাদিকদের বলেন, রাজনৈতিক বিষয়ে কোনো কথা হয়নি। রওশন এরশাদ সীমান্ত চুক্তি করা জন্য মোদিকে ধন্যবাদ জানান। বৈঠক সম্পর্কে রওশন আরো জানান, ভারতের ভিসা পাওয়া নিয়ে জটিলতাগুলো শিগগিরি সমাধান করা হবে বলেও নরেন্দ্র মোদি তাকে আশ্বস্ত করেন।রওশনের সঙ্গে বৈঠক শেষ হলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক শুরু করেন মোদি।বাংলাদেশ সফরত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ বলেছেন, তিস্তা নদীর পানি বন্টন চুক্তি সহ বিদ্যমান সকল সমস্যা পর্যায়ক্রমে নিষ্পত্তি করা হবে, কেননা দুই দেশ এগুলো নিয়ে কাজ করছে।
বিকেলে হোটেল স্যুইটে মোদীর সাথে সাক্ষাৎ শেষে তাকে উদ্ধৃত করে জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ এসব কথা জানান।ভারতের প্রধানমন্ত্রী মোদী বলেন, আমরা যদি একসাথে কাজ করি তাহলে বিদ্যমান সকল সমস্যার সমাধান সম্ভব হবে।বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে রওশন এরশাদ বলেন, দ্বিপাক্ষিক ও পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা হয়েছে।মোদী তিস্তা সমস্যা সমাধানে কোন সুনির্দিষ্ট সময়সীমা দিয়েছেন কি-না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে না-সূচক উত্তর দিয়ে তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী পর্যায়ক্রমে সবকিছু সমাধানের কথা বলেছেন।বিরোধীদলীয় নেতা বলেন, বৈঠককালে কোন রাজনৈতিক বিষয় নিয়েই আলোচনা হয়নি।বৈঠককালে জাতীয় পার্টির নেতা- আনিসুল ইসলাম মাহমুদ, তাজুল ইসলাম, কাজী ফিরোজ রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।এর আগে রোববার বেলা ৩টা ১৫ মিনিটে রওশন হোটেল সোনারগাও’র সুরমা হলে পৌছান রওশন এরশাদ।বেলা ৩টা ২০ মিনিটে বৈঠক শুরু হয়। প্রায় ২০ মিনিটের মতো নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক হয় রওশনের। এর আগে শনিবার (সকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২ দিনের সরকারি সফরে বাংলাদেশে আসেন।