Gournadi Photo- 07-06-15 (1)

দৈনিকবার্তা-গৌরনদী (বরিশাল), ০৭ জুন:  জেলার গৌরনদী উপজেলার এসএসসি জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের রবিবার সকালে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদাণ করা হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন সৈয়দ মতলেবুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে সংবর্ধণা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সাধারন সম্পাদক এস.এম. মহিউদ্দিন বাদশা। প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মো. আলাউদ্দিন ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন এস.এম. হাবিবুর রহমান, সাংবাদিক জহুরুল ইসলাম জহির। শেষে ২০১৪ এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত গৌরনদীর ৪৩ জন ও আগৈলঝাড়ার ১১৫ জন মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধণা ক্রেষ্ট প্রদান করা হয়।