DoinikBarta_দৈনিকবার্তা_1431523051

দৈনিকবার্তা-ঢাকা, ০৫ জুনঃ একাত্তরে মুক্তিযুদ্ধের সময় থেকে ভারত ও বাংলাদেশের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সর্ম্পক রয়েছে তা যেন স্বাধীনতা বিরোধীরা নষ্ট করতে না পারে সে বিষয়ে সবচেয়ে গুরুত্ব দেয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।শুক্রবার ধানমণ্ডির বাসভবনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলাদেশ সফরকে কেন্দ্র করে নিরাপত্তার বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।শনিবার সকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকা আসছেন। আর শুক্রবার রাতেই ঢাকা পৌঁছাবেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তাদের এ সফরকে কেন্দ্র করে ইতোমধ্যে নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হয়েছে রাজধানীকে।বাংলাদেশ-ভারত স্থল সীমান্ত চুক্তি কার্যকরের সব বাধা কাটিয়ে ওঠার পর ভারতের প্রধানমন্ত্রীর দুদিনের বাংলাদেশ সফরে বন্ধুত্বপূর্ণ সর্ম্পক আরো জোরদার হবে এবং দুই দেশের জনগণই উপকৃত হবে বলে মন্তব্য করেন মন্ত্রী।ভারতের প্রধানন্ত্রীর সফরকে কেন্দ্র করে একটি চক্র দেশে সহিংসতা চালাচ্ছে উল্লেখ করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, তাদের সে উদ্দেশ্য সফল হবে না।একাত্তরে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পেছনে ভারতের অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। পেট্রোলবোমা হামলাকারীরা ইহকাল ও পরকালে রক্ষা পাবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এ ধরণের বর্বরোচিত হামলার নিন্দা জানাই। যারা এ হামলার সঙ্গে জড়িত তারা ইহকাল ও পরকালে রক্ষা পাবে না।তিনি অপরাধীদের খুঁজে দৃষ্টান্তমূলক শাস্তির দেওয়ার কথা বলেন।