Cricket-Australia-slim-horz

দৈনিকবার্তা-দক্ষিণ আফ্রিকা, ০৫ জুনঃ আগামী বছরের মার্চে দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টুয়েন্টি টুয়েন্টি সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। শুক্রবার অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-২০ সিরিজের সূচি ঘোষণা করে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। ফলে ২০১৫-১৬ মৌসুমে দেশর মাটিতে সর্ব মোট চারটি টেস্ট, আটটি ওয়ানডে ও সাতটি টি২০ ম্যাচ খেলবে প্রোটিয়াসরা।আসন্ন মৌসুমকে সামনে রেখে দেশের মাটিতে বিভিন্ন দলের সাথে সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। নিউজিল্যান্ড-ইংল্যান্ডের বিপক্ষের সেই সূচিও ইতোমধ্যে ঘোষণাও করেছে তারা। ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে দু’টি টি-২০ ও তিন ওয়ানডে এবং ইংলিশদের বিপক্ষে চারটি টেস্ট, দু’টি টি২০ ও পাঁচটি ওয়ানডে ম্যাচ খেলবে প্রোটিয়াসরা।

এবার ঐ সূচির সাথে যোগ হলো অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি ম্যাচের টি২০ ম্যাচের সূচি। ম্যাচটি তিনটি অনুষ্ঠিত হবে ৪, ৬ ও ৯ মার্চ। সূচি ঘোষণা করতে গিয়ে সিএসএ’র প্রধান নির্বাহী হারুন লরগাত বলেন, দেশের মাটিতে ২০১৫-১৬ মৌসুমের মধ্যে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজও যোগ হলো। নিউজিল্যান্ড, ইংল্যান্ডের পর অস্ট্রেলিয়ার বিপক্ষেও আমরা খেলবো। বিশ্বের সেরা তিন দলের বিপক্ষে খেলবো আমরা এবং সিরিজগুলো অনেক বেশি উত্তেজনাপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণই হবে।দেশের মাটিতে সিরিজের আগে বাংলাদেশের সফরে আসবে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের বিপক্ষে দু’টি টি-২০, তিন ওয়ানডে ও দু’টি টেস্ট সিরিজ খেলবে প্রোটিয়াসরা।