photo-1433438584

দৈনিকবার্তা-সাতক্ষীরা, ৫ জুন: সাতক্ষীরার দেবহাটা থেকে উদ্ধার করা কুমিরটি সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন ও কুমির লালন পালন কেন্দ্রে অবমুক্ত করা হয়েছে। গত ৩দিন ধরে কুমিরটি দেবহাটা গ্রামের একটি পুকুরে অবস্থান করছিল। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ খুলনার ফরেস্টার আজাদ কবির জানান, সুন্দরবন সংলগ্ন সাতক্ষীরার দেবহাটা এলাকার আ: ছালেকের বাড়ীর পুুকুরে গত ৩দিন ধরে একটি কুমির ভাসতে দেখে বাড়ীর ও আশপাশের লোকজন।

ওই বাড়ীর মালিক ছালেক তার পুকুরে কুমির আসার খবরটি ওয়াইর্ল্ড লাইফ (বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ) বিভাগকে জানায়। পরে খবর পেয়ে ওয়াইর্ল্ড লাইফ রেঞ্জার লুৎফর পারভেজ ও ফরেস্টার আজাদ কবির বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে ছুটে যায়। পরে সেখানকার ওই পুকুরে নেট জাল টেনে জালের মধ্যে কুমিরটিকে আটকে উদ্ধার করে। উদ্ধার হওয়া কুমিরটি বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন ও কুমির লালন পালন কেন্দ্রে ছেড়ে দেয়া হয়েছে। প্রায় ১০ বছর বয়সের পুরুষ এই কুমিরটি লম্বায় ৬ ফুট ৭ ইঞ্চি। আজাদ কবির আরো জানান, কুমিরটি সুন্দরবন সংলগ্ন সাতক্ষীরার ইছামিত নদী থেকে গিয়ে ওই পুকুরে অবস্থান নেয়। বন থেকে লোকালয়ের ওই বাড়ীর দুরত্ব প্রায় ১০ কিলোমিটার।