দৈনিকবার্তা-ঢাকা, ০৫ জুনঃ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন,ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে যুগান্তকারী সফর দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক ভিতকে মজবুত করবে।তিনি বলেন, বাংলাদেশের মাটিতে কোনো ভারতবিরোধী প্রচার এবং কোনো বিচ্ছিন্নতাবাদীদের স্থান হবে না। শুধু তিস্তা কেন, সমস্ত অভিন্ন নদী নিয়েই ভারতের সাথে আলোচনা হওয়া প্রয়োজন। আমরা আশা করি, এর থেকে অনেক সমস্যার সমাধান হবে।সুরঞ্জিত সেন গুপ্ত শুক্রবার কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন। চলমান রাজনীতি বিষয় নিয়ে নৌকা সমর্থক গোষ্ঠী এই আলোচনা সভার আয়োজন করে।
সংগঠনের সভাপতি ডা. খন্দকার এমদাদুল হক সেলিমের সভাপতিত্বে এ আলোচনা সভায় আওয়ামী লীগের উপ-কমিটির সহ সম্পাদক নারায়ণ দেবনাথ, কৃষক লীগের সাধারণ সম্পাদক এডভোকেট শামসুল হক রেজা প্রমুখ বক্তব্য রাখেন।সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ভারত আমাদের সুপ্রতিবেশী। তাদের কাছ থেকে আমরা অনেক কিছু পেয়েছি। সুতরাং ভারতবিরোধী প্রচারণা ও বিচ্ছিন্নতাবাদীদের এ দেশে ঠাঁই হবে না।ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে তিনি স্বাগত জানান।২০১৫-১৬ সালের প্রস্তাবিত বাজেট সঙ্গে তিনি বলেন, আমি বাজেট নিয়ে আশাবাদী। এ বাজেটে প্রবৃদ্ধির যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, দেশে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে এ প্রবৃদ্ধি অর্জন সম্ভব।