Thakurgaon Pic_1

দৈনিকবার্তা-ঠাকুরগাঁও, ০৫ জুনঃ “শত কোটি জনের অপার স্বপ্ন, একটি বিশ্ব করি না নিঃস্ব” এই শ্লোগানে ঠাকুরগাঁওয়ে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়েছে।আজ শুক্রবার সকাল ১০টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে কালেক্টরেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং আধুনিক সদর হাসপাতালের সামনে গিয়ে শেষ হয়।র‌্যালি শেষে হাসপাতালের থেকে চৌরাস্তা পর্যন্ত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে জেলা প্রশাসক, পুলিশ প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, সাংবাদিক, রাজনৈতিক নেতাকর্মী, সাংস্কৃতিক কর্মী, এনজিও সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।পরে জেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য দেন, জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক মনজুর আলম প্রধান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জীতেন্দ্র নাথ রায়, প্যানেল মেয়র বাবলুর রহমান প্রমুখ।