দৈনিকবার্তা-ঢাকা, ০৫ জুনঃ বাংলাদেশ শিল্পকলা একাডেমীর উদ্যোগে শিল্পচর্চায় তথ্যপ্রযুক্তির আধুনিক যন্ত্রপাতি সংযোজন ও ডিজিটালাইজেশন শীর্ষক কর্মসূচীর আওতায় প্রতিশ্রম্নতিশীল ২০০ জন শিশুশিল্পী (অনুর্দ্ধ ১৬বছর) বাংলাদেশ শিল্পকলা একাডেমী, ঢাকা এবং ৬৩টি জেলা শিল্পকলা একাডেমীর অংশগ্রহণে ২০টি অডিও অ্যালবাম প্রকাশের লৰে আজ ০৫ জুন সকাল ১০টা থেকে একাডেমীর জাতীয় সঙ্গীত ও নৃত্য কলা কেন্দ্র মিলনায়তনে এবং একাডেমীর প্রশিৰণ ভবনের মহড়াকৰে অনুষ্ঠিত হয় বাছাই পরীৰা ২০১৫৷ বাছাই পরীৰায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন শিল্পী এম এ মান্নান, নাদিরা বেগম, নীলোত্পল সাধ্য, আবুবকর সিদ্দিক, মনসুরা বেগম ও সুমন চৌধুরী৷
গণপ্রজাতন্ত্রী কোরিয়া এবং বাংলাদেশ সরকারের মধ্যে সাংস্কৃতিক বিনিময় এর অংশ হিসেবে কোরিয়ান দূতাবাস এর উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সহযোগিতায় আগামীকাল ০৬ জুন ২০১৫ বেলা ৩.০০টায় একাডেমীর জাতীয় চিত্রশালা মিলনায়তনে আয়োজন করেছে “কে পপ কনটেস্ট ২০১৫”৷ নৃত্য ও সঙ্গীতের মোট ১৩টি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে৷ সমসত্ম অংশগ্রহণকারী বাংলাদেশি৷ বিজয়ী দল কে পপ গেস্নাবাল প্রতিযোগিতার ২০১৫ এর জন্য পাবেন কোরিয়া যাবার সুযোগ৷ এছাড়া প্রথম পুরস্কার থাকবে স্যামসাং এস-৬ এবং দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার স্যামসাং স্মার্ট ফোন/ডিজিটাল ক্যামেরা এবং অন্যান্য দল পাবে বিশেষ পুরস্কার৷
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশে অবস্থানরত কোরিয়ান রাষ্ট্রদূত ঐ.ঊ লি ইউন তরম্নন৷ কোরিয়ান রাষ্ট্রদূত বলেন “কে পপ” স্পনন্দনশীল এবং এটি সারা বিশ্বে জনপ্রিয় এই ইভেন্টের সাফল্যের মাধ্যমে দুই দেশের দ্বিপাৰিক বন্ধুত্ব সংস্কৃতি শক্তি আরও বেশী ঘনিষ্ঠ হতে পারে বলে আমার বিশ্বাস৷