DoinikBarta_দৈনিকবার্তা_1433500738

দৈনিকবার্তা-স্পেন, ০৫ জুনঃ ফেভারিট বার্সেলোনা ও জুভেন্তাস শনিবার যখন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মুখোমুখি হবে সে সময় উভয় দলেরই লক্ষ্য হবে ট্রেবল’ জয়। কেননা নিজ নিজ লিগ জয়ের পাশাপাশি স্পেন ও ইতালির ক্লাব দুটি এছাড়াও ঘরোয়া আরো একটি শিরোপা তুলে নিয়েই মহাদেশীয় এ লড়াইয়ে নামছে। জার্মানির অলিম্পিক স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ের লড়াইটি ঘিরে এখন ইউরোপ জুড়ে সাজ সাজ রব।এ লড়াইয়ে শ্রেষ্ঠত্ব দেখাতে পারলে ইতিহাসে দ্বিতীয়বারের মতো ট্রেবল’ জিতবে স্পানিশ জায়ান্টরা। অপরদিকে জুভেন্তাসের সামনে ট্রেবল’-এর পাশাপাশি থাকছে প্রায় দু’দশক পর আবারো চ্যাম্পিয়ন্স লিগ জয়ের হাতছানি।বার্সেলোনা এবারের চ্যাম্পিয়ন্স লিগ জিতলে দারুণ এক রেকর্ড গড়বেন দলটির মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা। এই তারকা ২০১০ সালে স্পেনের বিশ্বকাপজয়ী গোলটি করলেও, চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে কখনো জালে বল পাঠাতে পারেননি। এমন নয় যে, ইউরোপীয় ক্লাব ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতাটিতে ইনিয়েস্তার সাফল্য নেই। কালকের খেলায় জুভেন্তাসকে হারিয়ে দিতে পারলেই ইনিয়েস্তার নাম দেখা যাবে রিয়াল মাদ্রিদ এবং এসি মিলানের কিংবদন্তী মিডফিল্ডার ক্ল্যারেন্স সিড্রফের পাশে, যিনি একাধিক ক্লাবের হয়ে চারবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। তিনবার এই প্রতিযোগিতার শিরোপা জিতে পরের স্থানেই রয়েছেন ইনিয়েস্তা।ফাইনালের আগে বার্সা-জুভেন্তাস শিবির থেকে সাবেক ও বর্তমান খেলোয়াড়দের কাছ থেকে কথার গোলাও মিলছে। জুভদের সাবেক তারকা মার্কো তারদেল্লি মনে করেন ২০০৬ সালে ইতালিয়ান ফুটবলে কেলেঙ্কারির পর তুরিনের ক্লাবটি আবারো পুনর্গঠিত হচ্ছে। সেই ঘটনায় জড়িত থাকায় শাস্তি হিসেবে আরো চার ক্লাবের সঙ্গে রেলিগেশনে নামিয়ে দেয়া হয়েছিলো জুভেন্তাসকে। দ্যা গার্ডিয়ানকে এক সাক্ষাত্কারে তারদেল্লি বলেন, ‘ক্লাবটি আর্থিক দিক থেকে দাঁড়িয়েছে এবং ফের লিগ শিরোপাগুলো জিতছে। জুভেন্তাস ক্লাবের পেছনে তাকালে কেবল আলোকিত দিনগুলোই দেখা যাবে।

এদিকে শক্তির দিক থেকে কাতালান ক্লাবটি এগিয়ে থাকলেও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে জুভেন্তাসকে সমীহই করা হচ্ছে বলে জানিয়েছেন তারকা স্ট্রাইকার নেইমার। ইতালিয়ান জায়ান্টদের সঙ্গে লড়ার জন্য ক্লাবটি সর্বোচ্চ প্রস্তুতিই নিচ্ছে বলে জানান ব্রাজিল জাতীয় দলের এই অধিনায়ক। তিনি বলেন, আমরা জুভেন্তাসকে জানি। তারা দারুণ একটি দল এবং তারা সহজ কোনো সুযোগে ফাইনালে আসেনি। এটা অনেক কঠিন একটি খেলা হবে। তাই আমাদেরকে সর্বোচ্চটা দিয়েই খেলতে হবে। আমি মনে করি এটা চলতি মৌসুমের সবচেয়ে কঠিন ম্যাচ হবে। তবে আমরা ইতিহাস গড়তে চাইবো এবং এই লক্ষ্যের খুবই নিকটে চলে এসেছি আমরা। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালটা আরো স্মরণীয় হতে পারে বার্সা কিংবদন্তী জাভি হার্নান্দেজের জন্য। তিনি এরই মধ্যে ঘোষণা দিয়ে দিয়েছেন মৌসুম শেষেই দীর্ঘদিনের ক্লাবটি ছেড়ে কাতারে পাড়ি জমাবেন। গত বুধবার ক্যাম্প ন্যূতে জাভিকে আনুষ্ঠানিক বিদায়ও জানানো হয়েছে। তার বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাতালান ক্লাবটির বর্তমান এবং সাবেক খেলোয়াড়রা; উপস্থিত ছিলেন গ্যালারি ভর্তি সমর্থক। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল লড়াইটা হবে বার্সার হয়ে জাভির শেষ ম্যাচ। চ্যাম্পিয়ন্স লিগ দিয়ে এই তারকা মিডফিল্ডারকে বিদায় জানানোটা বেশি তাত্পর্যময় হবে বলে মনে করেন বার্সার সাবেক অধিনায়ক কার্লোস পুয়োল। তিনি বলেন, জাভি তার শেষ খেলায় চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা তুলে ধরার জন্য যোগ্যতা রাখে। এই শিরোপা দিয়ে সে বিদায় নিক এমনটাই আমি চাই।জাভির বিদায়টা নিশ্চিত হলেও বিভিন্ন সূত্রে জানা গেছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালটা জুভেন্তাস তারকা আন্দ্রে পিরলোর জন্যও শেষ ম্যাচ হতে পারে। এই ইতালিয়ান তারকা আমেরিকার মেজর লিগ সকারের (এমএলএস) দল নিউইয়র্ক সিটির সঙ্গে যোগাযোগ করছেন বলে জানা গেছে। ফলে চ্যাম্পিয়ন্স লিগ জিতে জুভেন্তাস থেকে বিদায় নেয়াটা আরো মহিমান্বিত করতে চাইবেন পিরলো।ফাইনালের আগে ভালো খবর খারাপ খবর দু’টিই শুনছেন জুভেন্তাস কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি। ঊরুর চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন সেন্টার-ব্যাক আন্দ্রে বারজাগলি। তবে কাফ ইনজুরিতে ভুগছেন দলের অপর ডিফেন্ডার গিওর্গিও চিয়েলিনি।