Bipu20141125143507

দৈনিকবার্তা-নান্দাইল, ৫ জুন: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, ‘অচিরেই দেশের প্রতিটি গ্রামের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে। উন্নয়নের পূর্বশর্ত হচ্ছে বিদ্যুৎ। বিদ্যুৎ থাকলে কলকারখানা স্থাপিত হবে, দেশের বেকারদের কর্মসংস্থান হবে, দেশের উন্নতি হবে।

শুক্রবার নান্দাইল উপজেলার শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন।প্রতিমন্ত্রী আরো বলেন, শনিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ঢাকায় বিদ্যুৎ নিয়ে বড় ধরনের একটি চুক্তি হবে। আমরা নেপাল, ভারত ও ভুটান থেকে বিদ্যুৎ আনব। দেশে বিদ্যুতের কোন ঘাটতি থাকবে না।

কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির এলাকা পরিচালক টিপু সুলতানের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ আনোয়ারুল আবেদীন খান তুহিন, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সদস্য (পরি: উন্নয়ন) সুনীল চন্দ্র দে,নান্দাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান আ. মালেক চৌধুরী স্বপন, নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহানূর আলম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাড. জালাল উদ্দিন ভূঁইয়া, চন্ডীপাশা ইউপি চেয়ারম্যান এমদাদুল হক ভূঁইয়া, শেরপুর ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন মিল্টন ভূঁইয়া প্রমুখ।