wembly

দৈনিকবার্তা-ঢাকা, ০৪ জুনঃ ফিফার দুর্নীতির কারণে কপাল খুলে যেতে পারে ১৯৬৬ ফুটবল বিশ্বকাপের চ্যাম্পিয়ন ইংল্যান্ডের। ২০২২ বিশ্বকাপ আয়োজন থেকে কাতারকে বাদ দেয়া হলে ওয়েন রুনির ইংল্যান্ড সেই বিশ্বকাপ আয়োজনের জন্য প্রস্তুত রয়েছে। বৃটিশ সরকারের এক মন্ত্রীর উদ্ধৃতি দিয়ে বিবিসি এই সংবাদ জানিয়েছে।আগামী ২০১৮ ও ২০২২ বিশ্বকাপ আয়োজক নির্ধারণে কোনো ধরনের দুর্নীতি হয়েছে কী-না সেটি খতিয়ে দেখছে সুইজারল্যান্ডের বিচার বিভাগ। রাশিয়া ও কাতারে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ দুটি আয়োজন নিযে কোনো দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে সেক্ষেত্রে নতুন কোনো দেশকে আয়োজকের দায়িত্ব দেয়া হতে পারে।

যুক্তরাজ্যের ক্রীড়া সেক্রেটারি জন হুইটিংগেল জানান, ‘(কাতারকে ২০২২ বিশ্বকাপ আয়োজন থেকে বাদ দেয়া হলে) ইংল্যান্ড আয়োজক হওয়ার সুবিধাটা পেতে পারে। তবে রাশিয়া ২০১৮ বিশ্বকাপ আয়োজন করলে সেক্ষেত্রে আবার সমস্যায় পড়বে যুক্তরাজ্য। কেননা, উয়েফার গঠনতন্ত্র অনুযায়ী, পরপর দুটি বিশ্বকাপ একই মহাদেশে আয়োজন করা যাবে না।মঙ্গলবাহ হঠাৎ করে সেপ ব্ল্যাটার ফিফা সভাপতি পদ থেকে ইস্তফা দিলে ২০২২ সালের কাতার বিশ্বকাপ আয়োজন নতুন মোড় নেয়। বলা হয়, ২০২২ বিশ্বকাপ আয়োজক নির্ধারণে কোনো ধরনের দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে নতুন করে আবার আয়োজক দেশ নির্ধারণে ‘বিড’ আহ্বান করা হবে।