নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান

দৈনিকবার্তা-ঢাকা, ৪ জুন: নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, পেট্রোল বোমা মেরে মানুষ হত্যার নির্দেশ দিয়ে বেগম জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চেয়েছেন। বিএনপি এতদিন যা করেছে, ভুল করেছে।মন্ত্রী বৃহস্পতিবার সেগুন বাগিচা পূর্ত ভবন অডিটরিয়ামে নব গঠিত সেগুন বাগিচার চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি-আঞ্চলিক কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।এতে বিশেষ অতিথি ছিলেন ২০ নং ওয়ার্ডের নব নির্বাচিত কাউন্সিলার ফরিদ উদ্দিন আহাম্মদ রতন। বক্তব্য রাখেন বাংলাদেশ চতুর্থ শেণি সরকারী কর্মচারী সমিতির সভাপতি মো: আব্দুল খালেক, সাধারণ সম্পাদক মো: নিজামুল ইসলাম ভূইয়া মিলন ও গণপূর্ত অধিদপ্তরের শ্রমিক -কর্মচারী ইউনিয়নের সভাপতি মো: হানিফ ভূইয়া প্রমূখ।

এতে সভাপতিত্ব করেন সেগুন বাগিচা চতুর্থ শ্রেণি সরকারী কর্মচারী সমিতির আঞ্চলিক কমিটির আহ্বায়ক মো: শাহ জাহান মিয়া।মন্ত্রী শাজাহান খান বলেন, বেগম খালেদা জিয়া সন্ত্রাস ও নাশকতা সৃষ্টি করে গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করতে চেয়েছিল। সেই মুহুর্তে ত্রাণকর্তা হিসাবে প্রধান মন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। তিনি বলেন, সরকারের পতন না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাবেন না বলে বেগম জিয়া ঘোষণা দিয়েছিলেন। তিনি মাথা নিচু করে ঘরে ফিরে গেছেন।মন্ত্রী বলেন, সরকারের বিরুদ্ধে বরাবরই বিরোধী দল আন্দোলন করে থাকে। এখানে তার উল্টো হয়েছে, বিরোধী দলের বিরুদ্ধে সরকারী দল আন্দোলন করেছে।

তিনি আরো বলেন, আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, তাই সন্ত্রাসী ও জঙ্গিবাদের কাছে মাথা নত করবো না। আমরা কাপুরুষ নই।জাতীয় প্রেসক্লাব প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিএনপি বলেছে যে, জাতীয় প্রেসক্লাবের ভাগাভাগি রাজনীতিতে তারা বিশ্বাস করেনা । অবশ্য তারা বিশ্বাস করে দলীয়করণে। বিএনপি ক্ষমতায় থাকাকালে মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায় সারাদেশের সড়ক পরিবহন টার্মিনাল, অফিস সবকিছুই দখল করে রেখেছিল।জাতীয় প্রেসক্লাবকেসে রকমভাবেই বিএনপি দখল করে রেখেছিল।