25800_1

দৈনিকবার্তা-ঢাকা, ৪ জুনঃ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাক্ষাত্‍ না হলে বাংলার মানুষ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান৷বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাব অডিটোরিয়ামে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন৷

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৪তম মৃতু্যবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল৷ মোদির সফরে তিস্তাসহ সকল বিরাজমান সমস্যার সমাধান হবে আশা মাহবুবের মোদির সফরে তিস্তা চুক্তিসহ সকল বিরাজমান সমস্যার সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান৷

বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান বলেন, মোদির এই সফর আমাদের দেশের জন্য বহুল প্রত্যাশিত৷ আমরা মনে করি এই সফরে দু’দেশের মধ্যকার তিস্তাসহ সকল বিরাজমান সমস্যার সমাধান হবে৷তিনি বলেন, তিস্তা চুক্তি হতেই হবে৷ না হওয়ার কোনো কারণ নেই৷ কারণ এবার মমতা মোদির সঙ্গে আসছেন৷ আমরা আশা করতে তিস্তাসহ সকল সমস্যার সমাধান মমতা ষোঘাণার মাধ্যমেই হবে৷

খালেদা জিয়ার সঙ্গে মোদির বৈঠক নিয়ে গণমাধ্যমের সংবাদ প্রসঙ্গে মাহবুবুর রহমান বলেন, বৈঠক নিয়ে কোনো অনিশ্চয়তা নেই৷তবে স্থান ও সময় এখনো ঠিক হয়নি৷তিনি আরো বলেন, খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী৷ দেশের বৃহত্তম রাজনৈতিক দলের নেতৃত্ব দিচ্ছেন তিনি৷ তাই তার সঙ্গে দেখা না হলে এটা দেশের মানুষ গ্রহণ করবে না৷দেখা অবশ্যই হবে৷ তাদের বৈঠকে গণতন্ত্র ও মানুষের আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটবে৷তিনি বলেন, আশা করি বাংলার মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর স্বার্থেই খালেদা জিয়ার সাথে সাক্ষাত্‍ করবেন মোদি৷ দিনক্ষণ এখনও ঠিক হয়নি৷ তবে মোদির সঙ্গে বৈঠক হলে খালেদা জিয়া গণতন্ত্রের কথা বলবেন৷

বিএনপি জিয়াউর রহমানকে নির্বাসিত করেছে মন্তব্য করে তিনি বলেন, বিএনপি জিয়ার আদর্শ চর্চা করে না৷ তাই বিএনপি আজ দুর্নীতিগ্রস্ত, কলুষিত ও রুগ্ন৷বিএনপির এই সিনিয়র নেতা বলেন, যারা বিএনপি নিয়ে হতাশ আমি বলবো আসলে তারা বিএনপি করেন না৷ কারণ বিএনপি জাতীয়তাবাদী শক্তির দল৷ তাই তার বিনাশ সম্ভব নয়৷ বিএনপি ফিনিঙ্ পাখির মতো আবার জেগে উঠবেই৷সংগঠনের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নাসিমের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ, বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক জাফরুল হাসানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন৷