দৈনিকবার্তা-ঢাকা, ৪ জুনঃ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পেশ-ইমাম নিয়োগের জন্য ইসলামিক ফাউন্ডেশন (ইফা)কতর্ৃক প্রকাশিত বিজ্ঞপ্তি তিনমাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট৷বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. ফরিদ আহমেদ শিবলীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি অবকাশকালীন ডিভিশন বেঞ্চ এক রিট পিটিশনের ওপর শুনানি শেষে বৃস্পতিবার এ আদেশ দেয়৷
একই সঙ্গে ইফা প্রকাশিত বিজ্ঞপ্তি কেন অবৈধ ও বেআইনী ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রম্নলও জারি করেছে আদালত৷ আগামী চার সপ্তাহের মধ্যে ধর্ম মন্ত্রণালয়ের সচিব, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (ডিজি) ও সচিবেকে এ রম্নলের জবাব দিতে বলা হয়েছে৷ রিট আবেদনকারী পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিক৷গত ২৭ মে নিয়োগ বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদনটি দায়ের করেন পেশ-ইমাম পদে প্রার্থী ও গাজীপুরের কালিগঞ্জ উপজেলার সাউরাইদ বাজার এলাকার বড়গাঁও মসজিদের খতিব আব্দুর রহিম৷
বায়তুল মোকাররম মসজিদের পেশ-ইমামসহ বিভিন্ন পদে নিয়োগের জন্য ইসলামিক ফাউন্ডেশন গত ৬ মে পত্রিকায় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে৷ সে বিজ্ঞপ্তিতে পেশ-ইমামের অভিজ্ঞতা চাওয়া হয়েছে ৮ বছর৷ ইসলামিক ফাউন্ডেশন চাকরিবিধি ১৯৯৮ অনুসারে পেশ-ইমাম নিয়োগের অভিজ্ঞতার কথা উলেস্নখ রয়েছে ৫ বছর৷ প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিটি অবৈধ দাবি করে হাইকোর্টে রিটটি দায়ের করা হয়৷