full_856474350_1431001218

দৈনিকবার্তা-ঢাকা, ৪ জুনঃ রাজশাহীর মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলকে সাময়িক বরখাসত্মের আদেশ স’গিত করে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেছে আপিল বিভাগের চেম্বার জজ আদালত৷সুপ্রিমকোর্টের আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার জজ বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালত বৃহস্পতিবার এ আদেশ দেয়৷ একইসঙ্গে বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠানো হয়েছে৷ প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগ বেঞ্চে আগামী ১৪ জুন বিষয়টির ওপর শুনানির দিনও ধার্য করেছে চেম্বার জজ আদালত৷ ফলে বরখাসত্মই থাকছেন মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল৷

বিএনপির নেতৃত্বাধীন জোটের আন্দোলনের সময় সংগঠিত নাশকতার ঘটনায় রাজশাহরি বিভিন্ন থানায় দায়ের করা চার মামলায় বিএনপি নেতা মেয়র বুলবুলের বিরম্নদ্ধে পুলিশের অভিযোগপত্র দাখিলের পর গত ৭ মে তাকে সাময়িক বরখাসত্ম করে স্থানীয় সরকার মন্ত্রণালয়৷মন্ত্রণালয়ের এ আদেশ স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করেন বুলবুল৷ হাইকোর্ট তার আবেদন আমলে নিয়ে মন্ত্রণালয়ের আদেশ এক মাসের জন্য স্থগিত করে আদেশ দেয়৷ হাইকোর্টের এ আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ৷এদিকে স্থানীয় সরকার মন্ত্রণালয় রাজশাহী সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র হিসেবে নগরীর ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযীমকে দায়িত্ব দিয়েছে৷

রাষ্ট্রপক্ষের আবেদনটি শোনার জন্য ১৪ জুন দিন রেখে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে বুলবুলের আইনজীবী আমিনুল হক হেলাল জানিয়েছেন৷রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা৷বুলবুলকে নাশকতার মামলায় আসামি করে পুলিশ অভিযোগপত্র দেওয়ার পর গত ৭ মে তাকে রাজশাহীর মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করে সরকার৷এরপর বুলবুলের এক আবেদনে গত ২৮ মে হাই কোর্টের একটি বেঞ্চ সাময়িক বরখাস্তের ওই আদেশ স্থগিত করে দেয়৷

সাময়িক বরখাস্তের আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না-তা জানতে চেয়ে রুলও জারি করে আদালত৷রাষ্ট্রপক্ষ এর বিরুদ্ধে চেম্বার আদালতে গেলে বিচারক হাই কোর্টের আদেশটি স্থগিত করে নিয়মিত আপিল বেঞ্চে শুনানি করতে বলেন৷ মোসাদ্দেক হোসেন বুলবুল মেয়র পদ থেকে বরখাস্ত হওয়ার পর দুই প্যানেল মেয়রের অনুপস্থিতিতে গত ৩১ মে রাজশাহী সিটি করপোরেশনের কাউন্সিলর মো. নিযাম উল আযীমকে মেয়রের দায়িত্ব দিয়েছে সরকার৷বিএনপির অভিযোগ, তাদের দলের নির্বাচিত জনপ্রতিনিধিদের সরিয়ে দিতেই আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার মিথ্যা মামলা দিচ্ছে৷মামলায় অভিযোগপত্রভুক্ত আসামি হওয়ার সিলেটের মেয়র আরিফুল হকও বরখাস্ত আছেন৷