দৈনিকবার্তা-বগুড়া, ০৪ জুন: প্রতিনিধি: বগুড়া শহরের নামাজগড় এলাকায় ৮০ পিস ইয়াবাসহ হিমেল ফারুক (৩২) ও শ্রাবন হোসেন (২২) নামে দুইজনকে আটক করেছে র্যাব-১২।র্যাব কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়, ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি মোটরসাইকেল ও ৩টি মোবাইল ফোন।আটক হিমেল ফারুক ধুনট উপজেলা শহরের সোনারপাড়ার এল্লাল হোসেনের ছেলে এবং শ্রাবন হোসেন ধুনট সদরপাড়ার আব্দুল কুদ্দুসের ছেলে।
বিবৃতিতে বলা হয়েছে, বগুড়া ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মশিউর রহমানের নেতৃত্বে গতকাল বিকেল সাড়ে ৪টার দিকে নিয়মিত টহলদল গোপন সংবাদের ভিত্তিতে টহল পরিচালনাকালে জেলা শহরের নামাজগড় মোড় সুলতান টাওয়ার সংলগ্ন পূর্ব পাশে পাকা রাস্তার ওপর থেকে তাদের আটক করে। র্যাবের দাবি, আটকরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন প্রকার মাদক বিক্রয় করে আসছিল। এ বিষয়ে বগুড়া সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানানো হয়।