Rajshahi Border BGP News 4-6-15

দৈনিকবার্তা-রাজশাহী, ০৪ জুন: রাজশাহী সীমান্তে ফেনসিডিলের চোরাচালান রোধে বিজিবি’র সঙ্গে একযোগে কাজ করার আশ্বাস দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে রাজশাহীর পবার চর খানপুর সীমান্ত সংলগ্ন সীমান্ত অবকাশে বিজিবি-বিএসএফ’র কমান্ডার পর্যায়ের বৈঠকে এ আশ্বাস দেওয়া হয়।বৈঠকে সীমান্তে গুলিবর্ষণ না করা, হত্যা ও নির্যাতন বন্ধ, নারী-শিশু, মানবপাচার রোধ এবং অবৈধ পথে সীমান্ত পারাপারের বিষয়ে ফলপ্রসু আলোচনা হয়। সেইসঙ্গে বাংলাদেশ-ভারত সীমান্ত চুক্তির আলোকে আলোচনার মাধ্যমে আগামীতে যে কোনো সমস্যার শান্তিপূর্ণ সমাধানে একমত পোষণ করে বিজিবি ও বিএসএফ’র ঊর্ধ্বতন কর্মকর্তারা। বৈঠকে বিএসএফ’র ১৮ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলে নেতৃত্ব দেন ১৩০ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী রাজকুমার এবং বিজিবির ১৯ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিজিবি-৩৭ ব্যাটালিয়ানের কমান্ডার লে. কর্নেল শাহজাহান সিরাজ।