brahmanbaria_district_0

দৈনিকবার্তা-ব্রাহ্মণবাড়িয়া, ৪ জুন: প্রচণ্ড তাপে লাইন বেঁকে বন্ধ হয়ে যাওয়ার দুই ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল শুরু হয়েছে।ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনের সহকারী মাস্টার সোয়েব আহমেদ জানান, পানি ঢেলে লাইন স্বাভাবিক করার পর বেলা সাড়ে ৪টার দিকে ফের ট্রেন চলাচল শুরু হয়।

বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার গঙ্গাসাগর রেলস্টেশন এলাকায় রেললাইন বেঁকে যায়। এ কারণে বেলা আড়াইটা থেকে ঢাকা-চট্টগ্র্রাম ও চট্টগ্রাম-সিলেট ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।এর ফলে ঢাকা ও চট্টগ্রামগামী চারটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে।সোয়েব আহমেদ জানান, প্রচণ্ড তাবদাহে গঙ্গাসাগর রেল স্টেশনের কিছু এলাকায় লাইন বাঁকা হয়ে যাওয়ায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে লাইনে পানি ঢেলে স্বাভাবিক করার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।চলাচল স্বাভাবিক হওয়ার পর ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ও ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস কসবার ইমামবাড়ি রেল স্টেশন থেকে এবং চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস ও কর্ণফুলী এক্সপ্রেস আখাউড়া স্টেশন থেকে গন্তব্যে যাত্রা করেছে বলে জানান তিনি।