দৈনিকবার্তা-ঠাকুরগাঁও, ০৪ জুন: রাস্তার উপর গাড়ি রাখায় আরো দুর্বিষহ হয়ে উঠেছে যান চলাচল। সঙ্গে সঙ্গে বাড়ছে যানজট আর দুর্ভোগ। ঠাকুরগাঁওয়ের অধিকাংশ শপিংমল সড়কের পাশে অবস্থিত। এগুলোর চারপাশ ঘিরে অধিকাংশ জায়গায় দেখা যায় যত্রতত্র গাড়ি পার্কিং। কিন্তু সাধারণ মানুষের জন্য যে এটি ভয়াবহ দুর্ভোগের কারণ হচ্ছে তা তারা জেনেও নিয়মিত একই কাজ করছেন। ফলে বাড়ছে যানজট, বাড়ছে দুর্ভোগ আর দুর্ঘটনা।
ঠাকুরগাঁওয়ে নরেশ চৌহান রোড, নিউমার্কেট এলাকা, বঙ্গবন্ধু রোড, শাহজাহাল শপিং মল, নুরজাহান প্লাজা, ইসলামপ্লাজা, মসজিদ মার্কেট, হাওলাদার মার্কেট সব এলাকায়ই দেখা যায় গাড়ি পার্কিংয়ের জায়গা না থাকায় রাস্তার উপরে রাখছে গাড়ি। ফলে যানযটের লাইন দীর্ঘ থেকে আরো দীর্ঘতর হচ্ছে। রাস্তার উপরে গাড়ি পার্কিংয়ের জন্য গতকাল বৃহস্পতিবার শহরের চৌরাস্তা থেকে আর্টগ্যালারী রোড পর্যন্ত প্রায় ১ ঘন্টা পর্যন্ত যানজট লেগেই থাকে। আর এতে দুর্ভোগে পড়ে সাধারণ মানুষেরা।
এছাড়া ঠাকুরগাঁও শহরে মুল সড়কের পাশে বহুতল ভবন নির্মাণের ফলে রাস্তার ওপর গাড়ি রাখায় আরো দুর্বিষহ হয়ে উঠছে যানজট। এখানেও দেখভালের নেই কেউ। মূল সড়কে অবাধে রিকশা চলায় যানজট এখন আরো তীব্র হয়েছে। মূল সড়কে রিকশা চলায় অন্য যানবাহন নির্দিষ্ট গতিতে চলতে পারে না। যা শহরে যানযটের অরেকটি কারণ। এসবের সঙ্গে যোগ হয়েছে ফুটপাত দখলের ঘটনা। রাস্তা জায়গা দখল করে বসানো হয়েছে বাহারি পসরার দোকান। ফলে বাধ্য হয়েই সাধারণ মানুষকে হাটতে হচ্ছে মূল সড়কজুড়ে। যা যানজটের অন্যতম একটি কারণ।
শাহজালাল শপিং মলের সামনে পার্কিংয়ে দাড়িয়ে থাকা একজন ড্রাইভার মোতালেব হোসেন জানালেন, তার ম্যাডাম এখানে শপিং করতে এসেছেন। পার্কিং নিষিদ্ধ বলতেই তিনি জানালেন এই গাড়ি এক বড় অফিসারের। যে কারণে এখানে পার্কিং করায় কেউ কিছু বলছে না। এমন অনেকেই বড় বড় কর্মকর্তার নিকটাত্মীয় হওয়ায় এভাবে যত্রতত্র রাস্তার উপর গাড়ি পার্কিং করছেন আর যানজটের সঙ্গে সঙ্গে বাড়াচ্ছেন জনদুর্ভোগ। আর এসব মিলিয়ে ক্রমেই ঠাকুরগাঁও শহর বসবাসের অযোগ্য শহর হিসেবে পরিণত হচ্ছে।
শহরের আশ্রমপাড়া মহল্লার বাসিন্দা নজরুল ইসলাম জানান, শহরের চৌরাস্তায় যথেষ্ট পরিমাণে ট্রাফিক পুলিশ রয়েছে। কিন্তু তাঁরা যানযটে তেমন কোন ব্যবস্থা না নেওয়ার কারণে শহরে যানযট লেগেই থাকে। সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ৭ম শ্রেণির ছাত্রী নুসরাত জাহান জানান, শহরে যানযট প্রায় লেগেই থাকে। এতে আমাদের রাস্তা পারাপাড় হতে অনেক সমস্যার সম্মুখিন হতে হয়। অপরদিকে হলপাড়া মহল্লার জয়নাল আবেদীন জানান, ঠাকুরগাঁও শহরে ইদানিং দুর্ঘটনা বেড়ে গেছে যানযটের কারণে। পুলিশ প্রশাসন এ ব্যাপারে কোন প্রদক্ষেণ নিচ্ছেনা।
এ ব্যাপারে ঠাকুরগাঁও ট্রাফিক ইন্সপেক্টর মোবাখ্খারুল হোসেন জানান, পুলিশের চোখ ফাঁকি দিয়ে অনেকেই অনেক সময় রাস্তায় গাড়ি পার্কিং করে রাখে। তবে সঙ্গে সঙ্গে সেগুলো সারিয়ে দেয়া হয়। তিনি আরো জানান এই ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতার চেয়ে মানুষ যদি তাদের বিবেককে জাগ্রত করে তাহলে এই সমস্যার অনেকাংশেই সমাধান হয়ে যায়।