DoinikBarta-New Pay scales

দৈনিকবার্তা-ঢাকা,৪জুন : আগামী ১ জুলাই থেকে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন হবে বলে ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বৃহস্পতিবার বাজেট বক্তৃতায় তিনি এ ঘোষণা দেন। এজন্য ১৩ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বলেও জানান তিনি।অর্থমন্ত্রী বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বৃদ্ধির লক্ষ্যে সরকার বেতন ও চাকরি কমিশন ২০১৩ গঠন করেছিল। সেই কমিশনের সুপারিশ মোতাবেক নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গৃহীত পদেক্ষেপসমূহ পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।

তিনি বলেন, নতুন বেতন কাঠামো সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় নির্বাহে স্বস্তি এনে দেবে। আর অতিরিক্ত অর্থ সঞ্চালনে অভ্যন্তরীণ চাহিদা বাড়বে, যা অর্থনীতির সার্বিক প্রবৃদ্ধির হারে ইতিবাচক প্রভাব ফেলবে।এদিকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতনের পাশাপাশি উৎসবসহ অন্যান্য ভাতার উপরও এখন থেকে কর কাটা হবে ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বিদ্যমান আইনে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মূল বেতন ছাড়া অন্যান্য ভাতা ও সুবিধা করমুক্ত রয়েছে। একে বৈষম্যমূলক উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, এ বৈষম্য দূর করার লক্ষ্যে প্রথম পদক্ষেপ হিসেবে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সব কর্মকর্তা-কর্মচারীদের বেতন, বোনাস ও উৎসব ভাতার উপর একই নিয়মে কর আরোপের প্রস্তাব করছি। পাশাপাশি সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতাও বদ্ধির ব্যবস্থা হচ্ছে ঘোষণা দেন তিনি। এদিকে, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতনের পাশাপাশি উৎসবসহ অন্যান্য ভাতার উপরও এখন থেকে কর কাটা হবে।অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৫-১৬ অর্থবছরের যে বাজেট প্রস্তাব করেছেন, তাতে এই ঘোষণা দিয়েছেন।বিদ্যমান আইনে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মূল বেতন ছাড়া অন্যান্য ভাতা ও সুবিধা করমুক্ত রয়েছে।

একে বৈষম্যমূলক উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, এ বৈষম্য দূর করার লক্ষ্যেপ্রথম পদক্ষেপ হিসেবে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সব কর্মকর্তা-কর্মচারীদের বেতন, বোনাস ও উৎসব ভাতার উপর একই নিয়মে কর আরোপের প্রস্তাব করছি।বলে রাখা ভালো যে, অতি সত্বর সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতাও বৃদ্ধির ব্যবস্থা হচ্ছে, প্রসঙ্গক্রমে বলেন তিনি।সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ানোর প্রস্তাব বর্তমানে মন্ত্রিপরিষদে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। তা যখনই অনুমোদিত হোক, তা আগামী জুলাই মাস থেকে কার্যকর হবে বলে ঘোষণা রয়েছে অর্থমন্ত্রীর।বাংলাদেশ বেতন ও চাকরি কমিশনের প্রতিবেদন পর্যালোচনা করে সর্বোচ্চ ৭৫ হাজার এবং সর্বনিম্ন ৮ হাজার ২৫০ টাকা মূল ধরে একটি কাঠামো সুপারিশ করেছে সচিব কমিটি, যে প্রস্তাব এখন মন্ত্রিপরিষদে।নতুন এই বেতন কাঠামোর বাস্তবায়ন হলে প্রায় ১৩ লাখ সরকারি চাকরিজীবীর বেতন ৮৭ থেকে ১০১ শতাংশ পর্যন্ত বাড়বে।