দৈনিকবার্তা-রাজশাহী, ০৪ জুন: রাজশাহী শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল হায়াতকে প্রত্যাহারের দাবিতে আবারো আন্দোলনে নেমেছেন শিক্ষকরা।বৃহস্পতিবার সকাল থেকে নগরীর লক্ষীপুর মোড়ে জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্ট রাজশাহী জেলা শাখার উদ্যোগে প্রতীকী অনশন পালন করা হয়।কর্মসূচি থেকে শিক্ষকরা হুশিয়ারি উচ্চারণ করে বলেন, আগামী ২০ জুনের মধ্যে বোর্ড চেয়ারম্যান পদত্যাগ না করলে তাকে টেনেহিঁচড়ে নামানো হবে। ফ্রন্টের রাজশাহী জেলা শাখার আহ্বায়ক অধ্যক্ষ শফিকুর রহমান বাদশার সভাপতিত্বে প্রতীকী অনশন চলাকালীন বক্তব্য দেন- ভাষাসৈনিক আবুল হোসেন, ফ্রন্টের নেতা মোকাদ্দেসুর রহমান, আব্দুল খালেক, বাবু রাজকুমার, আলহাজ্ব আশরাফ উদ্দিন, সাহাব উদ্দিন, আশরাফুল ইসলাম সুলতান, মারুফ হোসেন, কামরুজ্জামান প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, শিক্ষা প্রশাসনের গতিশীলতা এবং শিক্ষার মানোন্নয়ে রাজশাহী শিক্ষাবোর্ডের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কিন্তু ড. আবুল হায়াত চেয়ারম্যান পদে দায়িত্ব নেয়ার পর থেকে এই প্রতিষ্ঠানটিকে তিনি দুর্নীতির আখড়ায় পরিণত করেছেন। এরই মধ্যে তিনজন দ্বিতীয় শ্রেণির কর্মকর্তাকে শূন্যপদ না থাকা সত্ত্বেও প্রথম শ্রেণির কর্মকর্তা হিসেবে পদোন্নতি দিয়েছেন। এই তিনজন কর্মকর্তা হলেন বোর্ডের চিহ্নিত দুর্নীতিবাজ।