11390288_453727778120015_4262222469134631091_n

দৈনিকবার্তা-ঢাকা, ০৪ জুনঃ মায়া নামে নতুন একটি চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন কবি ও নির্মাতা মাসুদ পথিক। আর এই ছবিতেই দেশের চলচ্চিত্রে এই প্রথম নায়িকা হিসেবে দেখা যেতে পারে বলিউড অভিনেত্রী রানী মুখার্জিকে । দেশ বরেণ্য চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদের চিত্রকর্ম ওমেন এবং কামাল চৌধুরীর কবিতা যুদ্ধশিশু অবলম্বনে তিনি এই অনুদানপ্রাপ্ত এ চলচ্চিত্রটি নির্মাণ করতে যাচ্ছেন। একাত্তরের প্রেক্ষাপটে নির্মিত এই ছবিটির মূল গল্প গড়ে ওঠেছে কলকাতায় বেড়ে ওঠো এক নারীকে কেন্দ্র করে। এই নারী চরিত্রের জন্য প্রাথমিকভাবে রানী মুখার্জির সঙ্গে আলাপ করেছেন মাসুদ পথিক। এমনটাই জানিয়েছেন তিনি।

এখনো কোনোকিছু চূড়ান্ত না হওয়ায় বিকল্প নায়িকাও ভেবে রেখেছেন তিনি। পথিকের ছবিতে বিকল্প নায়িকা হিসেবে লকেট চট্টোপাধ্যায় অথবা স্বস্তিকার সঙ্গে কথা বলবেন তিনি। এ জন্য খুব শিগগিরই কলকাতায় যাওয়ার কথা রযেছে পথিকের। নির্মাতা মাসুদ পথিক বলেন, ‘আমার গল্পের সঙ্গে রানী মুখার্জিই সবচেয়ে বেশি মানানসই। তাই যেভাবেই হোক আমি চাইবো রানীকে নিয়ে কাজ করতে। যদি না হয় তাহলে লকেট বা স্বস্তিকাকে নেওয়ার ইচ্ছে আছে। তবে এদের বাইরে আপাতত আমি যাচ্ছি না। তিনি আরও জানান, এ বছরের নভেম্বর নাগাদ ছবিটির কাজ শুরু করবেন তিনি।