Gournadi Photo 04-06-15

দৈনিকবার্তা-গৌরনদী (বরিশাল), ০৪ জুন: ভারত থেকে এলসির মাধ্যমে পান আমদানির প্রতিবাদে বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে ঘন্টাব্যাপী বরিশাল-ঢাকা মহাসড়কে পান ছিটিয়ে অবরোধ করে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশে করেছেন শত শত পান চাষীরা৷ সাধারন পান চাষীদের ব্যানারে মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ডে মানববন্ধন চলাকালীন সময় অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, ভারত থেকে পান আমদানি করায় দেশীয় পানের মূল্য কমে গেছে৷ উত্‍পাদন খরচের অর্ধেকও দাম না পাওয়ার ফলে হাজার-হাজার পান চাষীদের এখন পথে বসার উপক্রম হয়ে দাঁড়িয়েছে৷ তাই দেশের পান চাষীদের কথা বিবেচনা করে জরুরি ভিত্তিতে ভারতের পান আমদানি বন্ধের জন্য বক্তারা সরকারের কাছে জোড় দাবি করেন৷ অনুষ্ঠিত সমাবেশে পান চাষীদের সাথে একাত্বতা প্রকাশ করে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র মো. হারিছুর রহমান৷ বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান সাংবাদিক জহুরুল ইসলাম জহির৷ সমাবেশে সভাপতিত্ব করেন পান চাষী আল-আমিন হাওলাদার৷ একই দাবীতে মঙ্গলবার সকাল আটটায় মহাসড়কের টরকী বাসষ্ট্যান্ডে অনুরূপ কর্মসূচীর আয়োজন করা হয়েছে৷