দৈনিকবার্তা-গাজীপুর, ৪ জুন: গাজীপুরে অস্বাস্থ্যকর ও অপরিষ্কার পরিবেশে খাদ্য উৎপাদন এবং ক্ষতিকর রং ব্যবহার করায় তিন ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃস্পতিবার ভ্রাম্যমাণ আদালতের বিচারক গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ¯িœগ্ধা তালুকদার ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ওই জরিমানা করেন।
গাজীপুরের জেলা মার্কেটিং অফিসার মুহাম্মদ আবদুছ ছালাম জানান, গাজীপুর জেলা শহরের জয়দেবপুর বাজার এলাকায় বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত এসময় অস্বাস্থ্যকর ও অপরিষ্কার পরিবেশে খাদ্য উৎপাদন ও ক্ষতিকর রং ব্যবহার করায় জয়দেবপুর বাসস্ট্যান্ড এলাকার বি-বাড়িয়া একতা বেকারীর মালিক মোঃ জহির উদ্দিনকে ৪০ হাজার টাকা জরিমানা করে। এছাড়াও পশ্চিম জয়দেবপুর এলাকার মহিন ফুড এন্ড বেকারীর মালিক মোঃ মোখলেছুর রহমানকে অস্বাস্থ্যকর ও অপরিষ্কার পরিবেশে খাদ্য উৎপাদন, ক্ষতিকর রং ব্যবহার করায় এবং উৎপাদনের তারিখ ও মূল্য উল্লেখ না করায় ২০ হাজার টাকা এবং মূল্য তালিকা না থাকায় জয়দেবপুর বাসস্ট্যান্ড এলাকার টাংগাইল সুইটমিটের মালিক সমীর ঘোষকে দেড় হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এসময় গাজীপুরের জেলা মার্কেটিং অফিসার মুহাম্মদ আবদুছ ছালাম প্রসিকিউশন প্রদান করেন।