index

দৈনিকবার্তা-কুমিল্লা, ৪ জুন: কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাসে পেট্রলবোমা হামলার ঘটনায় সাতজনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। বুধবার রাতে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতাররা হলেন- চান্দিনা উপজেলা জামায়াতের আমির আবুল বাসার (৬০), দেবিদ্বার উপজেলার বরকামতা ইউনিয়ন জামায়াতে আমির রফিকুল ইসলাম (৪৩), চান্দিনা উপজেলার করতলা গ্রামের মহিব উল্লাহ (৫২), তার ভাই ওবায়েদ উল্লাহ (৪৭), ভাকসার গ্রামের জামালের ছেলে ফারুক হোসেন (২৫), জামিরাপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে নয়ন (৩৫) ও নোয়াখালীর সুধারাম উপজেলার আব্দুল খালেকের ছেলে রাজ্জাক হোসেন (৩৫)।

এর আগে বুধবার রাতে চান্দিনা থানায় এ ঘটনায় মামলা দায়ের করে পুলিশ। চান্দিনা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সবির কুমার রায় বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। মামলায় ১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ২০ জনকে আসামি করা হয়েছে।চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রসুল আহমেদ নিজামী জানান, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করতে বুধবার দুপুর থেকে জেলার চান্দিনা ও দেবিদ্বার উপজেলায় যৌথবাহিনী অভিযান শুরু করে। এজাহারভুক্ত ৭ জনকে রাতে গ্রেফতার করা হয়।

প্রসঙ্গত, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলা পাট গবেষণা আঞ্চলিক কেন্দ্রের সামনে মঙ্গলবার রাতে ইউনিক পরিবহনের যাত্রীবাহী বাসে পেট্রলবোমা ছুড়ে মারে দুর্বৃত্তরা। এ ঘটনায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের উপদেষ্টা অঞ্জন কুমার দেসহ ৭ জন আহত হন। তাদের মধ্যে দগ্ধ ৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।এ ঘটনার সঙ্গে জামায়াত-শিবির জড়িত বলে প্রথম থেকে সন্দেহ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।