দৈনিকবার্তা-ঢাকা, ৪ জুন: জাতীয় সংসদে আওয়ামী লীগ সরকারের প্রস্তাবিত ২০১৫-১৬ অর্থবছরের বাজেটকে ঋণ করে ঘি খাওয়া হিসেবে আখ্যায়িত করেছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য লে: জে: মাহবুবুর রহমান বলেন, বাজেট বাস্তবসম্মত নয়।এই বাজেট জনগণের কোন কল্যাণে আসবে না বলে তিনি মন্তব্য করেন।জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট উত্থাপনের পর তাক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এমন্তব্য করেন।বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব) মাহবুবুর রহমান বলেন, এই বাজেট দেশের ইতিহাসে সবচেয়ে বৃহৎ বাজেট। কিন্তু এতে বিদেশি ঋণ, ব্যাংক থেকে ঋণ এবং অন্যান্য খাত থেকে ঋণ নিয়ে ঘাটতি পূরণ করার কথা বলা হয়েছে। বাংলায় একটি প্রবাদ আছে- ঋণ করে ঘি খাওয়া’। এইবারের বাজেটে সেই প্রবাদেরই প্রাতফলন ঘটেছে।তিনি বলেন, বাজেট বাস্তবসম্মত নয়।‘ঋণ না করে নিজের পায়ে দাঁড়ানো উচিত। বাজেট বাস্তবভিত্তিক হওয়া দরকার। এই সরকার জনগণের সরকার নয় মন্তব্য করে তিনি আরো বলেন, সরকারের দেয়া বাজেট জনগণের কোন কাজে আসবে না।
অর্থমন্ত্রীর সমালোচনা করে তিনি বলেন,বাজেটে কালো টাকার অবকাশ থাকতে পারে না।অবকাশ থাকার মানে হচ্ছে, আইন করে পবিত্র সংসদে অন্যায়কে বৈধ করে দিলেন। এটি মহা অন্যায়, জনগণের সঙ্গে বাটপারি। নৈতিকতার চরম অপমান,তাও আবার পবিত্র সংসদে।বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামন রিপন বলেন, যে সংসদ জনগণের ভোটে নির্বাচিত সংসদ নয়, সেখানে কী পেশ করা হলো আর কী হলো না,তা নিয়ে জনগণের আগ্রহ নেই।বিনা ভোটে অগণতান্ত্রিভাবে ক্ষমতায় এসে বারবার বাজেট উপস্থাপন গণতন্ত্রের জন্য লজ্জাজনক বলে তিনি মন্তব্য করেন।বাজেটের কারণে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বেড়ে যাবে দাবি করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এই বাজেটে সাধারণ মানুষের কোনো সুখবর নেই। বরং সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে। এই বাজেটের কারণে জনসাধারণ উপকৃত হবে না।
বৃহস্পতিবার রাজধানীর বনানীর একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ২০১৫-১৬ অর্থবছরের বাজেটের প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, এই বাজেট ধনীদের বাজেট। এতে গরীবের ভাগ্যের কোনো উন্নয়ন হবে না। বিএনপি যখন ক্ষমতায় ছিল, তখনও প্রবৃদ্ধির হার ছিল ৭ শতাংশ। এই বাজেটেও প্রবৃদ্ধি ধরা হয়েছে ৭ শতাংশ।তিনি অভিযোগ করেন, বিএনপি যে অবস্থায় প্রবৃদ্ধির হার রেখে এসেছে এখনও সে অবস্থায়ই ডবৃদ্ধির হার রয়ে গেছে। এতে প্রমাণ হয়, সরকার দেশের অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে পারেনি। আর না পারার কারণ দুর্নীতি ও অব্যবস্থাপনা যে লক্ষ্যমাত্রা নিয়ে বাজেট দেওয়া হচ্ছে, সরকার সে লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারবে না বলেও দাবি করেন বিএনপি চেয়ারপারসনের এ উপদেষ্টা।