দৈনিকবার্তা-ঢাকা, ৪ জুন: জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটিকে উদ্দেশ করে ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ বলেছেন, আপনাদের এ অবৈধ কমিটি দিয়ে প্রেসক্লাব চলতে পারে না। এ অবৈধ কমিটি বাতিল করে বৈধ কমিটির সঙ্গে ক্লাবের কার্যক্রম পরিচালনা করুন। তা না হলে আসুন, আমার সঙ্গে নির্বাচন করুন,দেখা যাবে কে বিজয়ী হয়।বৃহস্পতিবার দুপুর আড়াইটায় প্রেসক্লাবের দুতলায় ক্লাবের দখলদারিত্বের প্রতিবাদে এক বিক্ষোভ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, সাংবাদিকদের বিভক্ত করতেই এবং সংবাদপত্রের স্বাধীনতাকে হরণ করার জন্যই এ কমিটি দেয়া হয়েছে। কারণ ২৮ মে যে সভা থেকে কমিটি ঘোষণা করা হয় সেখান ক্লাবের একজন সদস্যও ছিলেন না।
কমিটির সদস্যেদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, আপনাদের প্রত্যেকের আমলনামা আমাদের কাছে আছে। সময় হলে সবার মুখোশ উম্মোচন করে দেয়া হবে।এসময় তিনি ক্লাবের দখলদারিত্বের প্রতিবাদে আগামী শনিবার সকাল ১১টায় ক্লাব প্রাঙ্গণে সাংবাদিকদের প্রতীকী অনশন কর্মসূচির ঘোষণা দেন।একই অনুষ্ঠানে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি রহুল আমিন গাজী বলেন, যদি কমিটি বিলুপ্ত না করেন, তাহলে আপনাদের চাকরি হুমকির মুখে পড়বে। কারণ প্রেসক্লাবের গণতান্ত্রিক ধারা রক্ষার জন্য আমরা যেকোনো পদক্ষেপ নিতে পিছপা হব না।এসময় বিক্ষোভ সমাবেশ থেকে ব্যবস্থাপনা কমিটি বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে উঠে প্রেসক্লাব।
শওকত মাহমুদের সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন, ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাদের গণি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক, জাহাঙ্গীর আলম প্রধানসহ ক্লাব সদস্যরা।