দৈনিকবার্তা-ঢাকা, ০৩ জুন: ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকালে দুই দেশের প্রধানমন্ত্রীকে যৌথভাবে রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিলের ঘোষাণা দেওয়ার আহ্বান জানিয়েছে তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি।বুধবার সকাল ১১ টায় মুক্তি ভবনের প্রগতি সম্মেলন কক্ষে জাতীয় কমিটি আয়োজিত সংবাদ সম্মেলনে কমিটির নেতৃবৃন্দ এ আহ্বান জানান।সংবাদ সম্মেলনে জাতীয় কমিটির নেতৃবৃন্দ বলেন, সরকারের পক্ষ থেকে ভুল তথ্য আর হুমকি ধামকি দিয়ে আন্দোলন দমনের যত চেষ্টাই করা হোক না কেন দেশের জনগণ কোন ভাবেই সুন্দরবন বিধ্বংসী কোন প্রকল্প মেনে নেবে না। বাংলাদেশে সুন্দরবনের ১৪ কিমি এর মধ্যে এই বিদ্যুৎ কেন্দ্রের পরিকল্পনা করা হচ্ছে। এনটিপিসি এ ধরনের কোনো প্রকল্প ভারতে করতে সক্ষম হতো না, কেননা ভারতের ‘ইআইএ গাইডলাইন ২০১০ অনুসারে বনাঞ্চলের ২৫ কিমি-র মধ্যে কোন বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা যায় না। ভারতে পরিবেশ আইন অনুসারে এনটিপিসির একাধিক প্রকল্প বাতিল করতে হয়েছে।
ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরকালে দুদেশের প্রধানমন্ত্রীর কাছে দাবি জানিয়ে বলা হয়, আপনারা যৌথভাবে রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিল ঘোষণা করুন এবং দুদেশের সুন্দরবন বিকাশে কর্মসূচি নিন।এছাড়া এবছরের ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসের সকল অনুষ্ঠানে রামপাল বিদ্যুৎ প্রকল্পসহ সুন্দরবনধ্বংসী সকল অপতৎপরতা বন্ধের দাবি সামনে আনার জন্য দেশবাসীর প্রতি আহবান জানানো হয়।সংবাদ সম্মেলনে জাতীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ, কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ, অধ্যাপক তানজীম উদ্দিন খান, প্রকৌশলী কল্লোল মোস্তফা, প্রকৌশলী মওদুদুর রহমান, গবেষক মাহা মির্জা, রাজনীতিক রুহিন হোসেন প্রিন্স, বজলুর রশীদ ফিরোজ, শুভ্রাংশু চক্রবর্তী, সাইফুল হক, এডভোকেট আব্দুস সালাম,মোশাররফ হোসেন নান্নু, জাহাঙ্গীর আলম ফজলু, নাসির উদ্দিন নসু, শহীদুল ইসলাম সবুজ, শামসুল আলম, মিজানুর রহমান, আব্দুস সাত্তার, বহ্নি শিখা জামালী প্রমুখ উপস্থিত ছিলেন।