dead

দৈনিকবার্তা-ঢাকা, ৩ জুন: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে সড়ক দূঘটনা ও বজ্রপাতে নিহত হয়েছে ১০ জন।জানা গেছে, রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে মোটরসাইকেল উল্টে এক যুবক নিহত ও আরও দুইজন আহত হয়েছেন। বুধবার ভোরের দিকে এ দুর্ঘটনা ঘটে বলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই সেন্টু চন্দ্র দাস জানান।নিহত শান্ত’র বিস্তারিত পরিচয় জানা যায়নি। আহত ইমন ও মাইনুদ্দিন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন। তাদের সবার বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে।আহতদের বরাত দিয়ে এএসআই সেন্টু জানান, তিন যুবক মোটরসাইকেল চালিয়ে ফ্লাইওভারে ওঠার পর চালক নিয়ন্ত্রণ হারালে তাদের বাইক রেলিঙের সঙ্গে ধাক্কা খায়। এতে তিনজনই আহত হন।স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক শান্তকে মৃত ঘোষণা করেন।

আশুলিয়া: সাভারের আশুলিয়ায় বস্তাবন্দি অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তিরমরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে আশুলিয়ার কুড়গাঁও এলাকার পুরাতনপাড়া থেকে বস্তাবন্দি অবস্থায় মরদেহ দুটি উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ।পুলিশ সূত্র জানায়, বুধবার সকালে আশুলিয়ার কুড়গাঁওয়ের পুরাতনপাড়া এলাকার স্থানীয় ব্যবসায়ী রাজ্জাকের টিনশেড বাড়ির ভেতরে বস্তাবন্দি অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ দেখতে পান স্থানীয়রা।বিষয়টি আশুলিয়া থানায় জানানো হলে, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।এ ঘটনায় বাড়ির মালিক রাজ্জাকসহ চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা একই স্থানে আরো একটি বস্তাবন্দি মরদেহের সন্ধান জানান।পরে একই জায়গার একটি টয়লেটের সেপটিক ট্যাংকের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় আরো এক ব্যক্তির বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়।এদিকে, একই স্থান থেকে দু’জনের বস্তাবন্দি মরদেহ পাওয়ায় কুড়গাঁও এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, মরদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।এ বিষয়ে তদন্ত চলছে জানিয়ে তিনি আরো বলেন, শিগগিরই মরদেহগুলোর পরিচয় পাওয়া যাবে। এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পাবনা প্রতিনিধি : পাবনা-ঢাকা মহাসড়কের মধুপুর নামক স্থানে পিকআপ ভ্যানের চাপায় আব্দুর রহমান (৬০) ও মহিরুল মোস্তফা সাধু (৪০) নামের দুই পথচারী নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৬টার দিকে এই দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন চালক বাকি হোসেন (২২)। পরে ঘাতক ট্রাকটিকে স্থানীয়রা আটক করে। নিহত আব্দুর রহমান পাবনা সদর উপজেলার মধুপুর গ্রামের ডাক্তার হোসেন আলীর ছেলে এবং মহিউল আলম সাধু একই গ্রামের মুত্তালিব হোসেনের ছেলে।সহকারী পুলিশ সুপার (বেড়া সার্কেল) জাকির হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে কয়েকজন বৃদ্ধ পাবনা-ঢাকা মহাসড়কের পাশ দিয়ে হাঁটছিলেন। তারা মধুপুর বাজারের দক্ষিণপাড়া মসজিদের সামনে আসলে হঠাৎ করে একটি লিচু ভতি হলুদ রংয়ের পিকআপ ভ্যান (মিনি ট্রাক) চালক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই দুইজন মারা যান। এ ঘটনায় ট্রাকের চালক বাকি (২০) গুরুতর আহত হলে তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে স্থানীয়রা ঘাতক ট্রাকটিকে আটক করে। খবর পেয়ে মাধপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার ও ট্রাকটি জব্দ করে।

মাদারীপুর: মাদারীপুরের রাজৈর উপজেলায় এক ব্যক্তিকে পাটক্ষেতের মধ্যে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত রেজাউল করিম (৩৫) পাইকপাড়া ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের ছলেমান কাজীর ছেলে ।বুধবার সকালে গ্রাম থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে রাজৈর থানার ওসি আনোয়ার হোসেন ভূইয়া জানান।নিহতের পরিবারের বরাত দিয়ে তিনি জানান, রেজাউলের সঙ্গে প্রতিবেশী আয়নাল কাজীর জমি নিয়ে বিরোধ ছিল।ওই বিরোধের জের ধরেই রেজাউলকে খুন করা হয়েছে বলে দাবি করছে নিহতের পরিবার।তবে দুপুর পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি বলে জানান ওসি।

নড়াইল: নড়াইলে ট্রাকের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষে বাবা ও মেয়ে নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন পথচারীসহ আরো নয়জন।বুধবার দুপুর ১২টার দিকে শহরে রূপগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।আহতদের নড়াইল সদর হাসপাতলে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাকটি উদ্ধার করে থানায় নেওয়া হলেও চালককে আটক করতে পারেনি পুলিশ।নিহতরা হলেন- নড়াইল সদরের আড়ংগাছা গ্রামের উকিল শেখ (৫৫) ও তার মেয়ে খাদিজা বেগম (২৫) ।আহতরা হলেন- নিহত খাদিজার মা, তার ছেলে ইভা (২) , মাগুরা জেলার শালিখা উপজেলার আশার আলো গ্রামের পরশ (২৮) ও রামা আনন্দ গ্রামের মহাসিন (২৮), নড়াইল জেলার মণ্ডলবাগ গ্রামের বাবু (৩০), আড়পাড়া গ্রামের আকরাম মোল্লা (৫৫), দূর্গাপুর গ্রামের সোহেল (২৫), বাহির গ্রামের আলমগীর (৩০) ও কুদ্দুস (৪০)।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নড়াইল শহরের রূপগঞ্জ বাজারের বকুল টাওয়ারের সামনে নড়াইল থেকে রূপগঞ্জগামী একটি ইজিবাইক ছয়জন যাত্রী নিয়ে ওই এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক (ঢাকা মেট্র-ট ১৮১৮৬৯) নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইককে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই বাবা ও মেয়ের মৃত্যু হয়। এ সময় ইজিবাইক চালক, যাত্রী ও পথচারীসহ মোট নয়জন আহত হয়। আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চাঁদপুর: চাঁদপুরের মেঘনা নদীর যমুনা রোড এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩২) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।বুধবার সকাল সাড়ে ১০টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়।প্রত্যক্ষদর্শীরা জানায়, মেঘনা নদীর ওই এলাকায় এক যুবকের মৃতদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয় জনতা। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।চাঁদপুর সদর নৌ পুলিশ ইনচার্জ উপ-পরিদর্শক মো. মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রাধিকা বাসস্ট্যান্ড এলাকায় ট্রাকের চাপায় দুই পথচারী নিহত হয়েছেন।বুধবার সকাল আটটার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- রাধিকা বাজারের মাছ ব্যবসায়ী, স্থানীয় জগরসার গ্রামের মৃত হরমুজ আলীর ছেলে ইয়াছিন ভূঁইয়া (৩২) ও দক্ষিণ জগরসার গ্রামের জাকির হোসেনের ছেলে সাইদুল ইসলাম (৮)।প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়।পরে স্থানীয়রা ট্রাকসহ চালক কাজিম উদ্দিনকে আটক করে। তার বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কদম রসুল গ্রামে। চালক ও ট্রাকটিকে সদর থানায় রাখা হয়েছে।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে মাইক্রোবাসের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে অন্তত ৫ যাত্রী আহত হয়েছেন।মঙ্গলবার (২ জুন) রাত ১১টার দিকে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কে সদর উপজেলার গণস্বাস্থ্য টেক্সাটাইল মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।আহতের সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।আহতরা হলেন- শাহজাদপুর উপজেলার নুরুল হকের ছেলে আইয়ুব আলী (৪৫), কামারখন্দ উপজেলার কুটিরচর গ্রামের মমতাজের ছেলে আব্দুল মমিন (৪০), সলঙ্গা থানার বাসুদেবকোল গ্রামের বংশী সরকারের ছেলে সুজন কুমার (২৩), পাবনা জেলার সাঁথিয়া উপজেলার সৈয়দপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে শহীদ (৩০) ও সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী গ্রামের দিলুর ছেলে মিলন (৩৫)।স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাতে যাত্রীবাহী একটি অটোরিকশা সিরাজগঞ্জ থেকে হাটিকমুরুল গোলচত্বর যাচ্ছিল। এ সময় গণস্বাস্থ্য টেক্সাটাইল মিলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়।এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর শফি আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

কুষ্টিয়া:কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে দুই নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে।মঙ্গলবার রাত সাড়ে আটটা থেকে সাড়ে ৯টার মধ্যে এ বজ্রপাতের ঘটনা ঘটে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, মঙ্গলবার রাত সাড়ে আটটা থেকে সাড়ে ৯টার মধ্যে বজ্রপাতে ওই তিনজনের মৃত্যু হয়।এরা হলেন- দৌলতপুরের চুয়া মল্লিকপাড়ার গৃহবধূ নাজনীন (২৫), পিয়ারপুর ইউনিয়নের জয়ভোগা গ্রামের টুটুল (৩০) ও রিফায়েতপুর ইউনিয়নের লক্ষিখোলা গ্রামের শহিদুল ইলামের স্ত্রী হাজেরা খাতুন (৪০)।রাতে নাজনীন বাড়ির আঙিনায় খোলা রান্নাঘরে রান্না করছিলেন। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই নাজনীনের মৃত্যু হয়।রিফায়েতপুর ইউনিয়নের চেয়ারম্যান ইছাহক আলী জানান, লক্ষিখোলা গ্রামে বাড়ির পাশেই পটলের ক্ষেতে কাজ করছিলেন শহিদুল ইলাম ও তার স্ত্রী হাজেরা খাতুন। এ সময় বজ্রপাত হলে দু’জনই গুরুতর আহত হন। পরে স্ত্রী হাজের খাতুনের মৃত্যু হয়।

এদিকে, পিয়ারপুর ইউনিয়ন চেয়ারম্যান জহুরুল করিম জানান, আকাশে বিদ্যুৎ চমকানোর সময় কানে ইয়ারফোন নিয়ে গান শুনছিলেন জয়ভোগা গ্রামের টুটুল (৩০)। এসময় বজ্রপাতে হলে তার মৃত্যু হয়। গাইবান্ধা: গাইবান্ধা সদর উপজেলার কুপতলা রেল স্টেশনের অদূরে পাঁচজুম্মা এলাকায় ট্রেনে কাটা পড়ে ধলু মিয়া (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।বুধবার সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। ধলু মিয়া সদর উপজেলার কুপতলা ইউনিয়নের বেড়াডাঙ্গা গ্রামের বাসিন্দা।স্থানীয়রা জানান, সকালে পাঁচজুম্মা এলাকায় গাইবান্ধা-কাউনিয়া রেল লাইন পারাপারের সময় দিনাজপুর থেকে ছেড়ে আসা সান্তাহারগামী দোলনচাঁপা ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান ধলু মিয়া। বোনারপাড়া রেলওয়ে (জিআরপি) পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বিষয়ি নিশ্চিত করেছেন।