0_Sat04012014145317_photo-by-shahadat-hossin-sh

দৈনিকবার্তা-ঢাকা, ৩ জুন: মোশাররফ করিম, রুমা এবং অন্তু করিম অভিনয় করছেন ঘুনপোঁকা ও শেষ রাতের গল্প নামে একটি একক নাটকে। আসাদুজ্জামান সোহাগের রচনায় নাটকটি নির্মাণ করছেন তুহিন হোসেন। ঢাকার উত্তরা, কারওয়ানবাজার, কালশি সহ বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং হয়েছে।

এ নাটকে স্বামী-স্ত্রীর চরিত্রে দেখা যাবে মোশাররফ করিম ও রুমাকে। আর অন্তু অভিনয় করছেন রুমার প্রেমিক চরিত্রে। পরিচালক জানান, এই তিনজনকে কেন্দ্র করেই নাটকের গল্প। এ নাটকের আরো একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন কায়েস চৌধুরী। নাটকটি ৪ জুন রাত ৭টা ৫০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে বলে জানান পরিচালক।