manob-bondon-1419148034

দৈনিকবার্তা-নওগাঁ, ৩ জুন: ফলমূলসহ সব রকম খাদ্যে ফরমালিন মেশানোর প্রতিবাদে বুধবার সকালে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার উদ্যোগে নওগাঁ শহরের ব্রীজের মোড়ে মানববন্ধন কর্মসূচীর আয়োজন করা হয়। সকাল ১০ টা থেকে ঘন্টাকাল ব্যাপী মানববন্ধনে নেতৃত্ব দেন বাপা নওগাঁ জেলা কমিটির আহ্বায়ক মর্তুজা রেজা। অন্যদের মধ্যে সদস্য সচিব রফিকুল ইসলাম, নওগাঁ একুশে উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট আব্দুল বারি, সাধারণ সম্পাদক এমএম রাসেল, নওগাঁ পৌরসভার প্রকৌশলী গুরুদাস দত্ত, মাছ ব্যবসায়ী বাদল মৈত্র, সাংবাদিক খন্দকার রউফ পাভেল প্রমুখ বক্তব্য দেন।