news-1433252042-3289_large

দৈনিকবার্তা-ঢাকা, ৩ জুন: আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসির সভাপতি হতে যাচ্ছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার জহির আব্বাস। ক্রিকেট সংস্থাটির সর্বোচ্চ পদ থেকে বাংলাদেশের আ হ ম মুস্তফা কামাল পদত্যাগের পর শূন্য পদে জহির আব্বাসকে মনোনয়ন দিয়েছে পিসিবি।জানা গেছে, ১ জুন প্রেসিডেন্ট পদ থেকে পাকিস্তানের নাজাম শেঠি নাম প্রত্যাহার করে নিলে তার স্থলেজহির আব্বাসকে মনোনয়ন দেয় আইসিসি। সবকিছু ঠিকঠাক থাকলে জুনের শেষে বারবাডোজে আয়োজিত আইসিসির বোর্ড সভায় নতুন সভাপতি হিসেবে জহির আব্বাসের মনোনয়ন অনুমোদন প্রায় চুড়ান্ত। আগামী ১ জুলাই থেকে আইসিসির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন জহির আব্বাস। পরবর্তী এক বছরের জন্য দায়িত্ব পালন করবেন ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার সভাপতি পদে।উল্লেখ্য, ৬৭ বছর বয়সী জহির আব্বাসকে এশিয়ান ব্রাডম্যান বলা হয়ে থাকে।