Rajshahi New City Meyor News 2-6-15

দৈনিকবার্তা-রাজশাহী, ০২ জুন: রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব নিয়েছেন নগরীর ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নিযাম উল আযীম।মঙ্গলবার (২ জুন) সকালে নগরভবনে মেয়রের দফতরে প্রধান নির্বাহী কর্মকর্তা আজাহার আলী তাকে দায়িত্ব বুঝিয়ে দেন।এর আগে সোমবার (১ জুন) বিকেল ৫টার দিকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-সচিব সরোজ কুমার নাথের সই করা এক ফ্যাক্স বার্তায় তাকে এ দায়িত্ব দেওয়ার নির্দেশ হয়।এ তথ্য নিশ্চিত করেন রাসিকের জনসংযোগ কর্মকর্তা কাজী আমিরুল করিম।তিনি জানান, ওই ফ্যাক্স বার্তায় বলা হয়- স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ এর ধারা ১০৫-এ’র ক্ষমতা বলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযীমকে সিটি করপোরেশনের আর্থিক ও অন্যান্য ক্ষমতা দেওয়া হলো।

ভারপ্রাপ্ত মেয়র নিযাম উল আযীম করপোরেশনের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।এ সময় কাউন্সিলর হাবিবুর রহমান, সোহরাব হোসেন শেখ, এসএম মাহবুল হক পাভেল, একেএম রাশেদুল হাসান, আবু বাক্কার কিনু, আবদুস সোবহান লিটন, আরমান আলী, নূর মোহাম্মদ মোল্লা, আশরাফুল হাসান বাচ্চু, শাজাহান আলী, সচিব সৈয়দা জেবিননিছা সুলতানা, প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান, প্রধান প্রকৌশলী মো. আশরাফুল হক, ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা মো. আব্দুর রশীদ, কর্মচারী ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মো. দুলাল শেখ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমীর আহম্মেদ মামুন উপস্থিত ছিলেন।গত ০৭ মে নাশকতাসহ বিভিন্ন মামলায় পলাতক রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র বিএনপি নেতা মোসাদ্দেক হোসেন বুলবুলকে বরখাস্ত করা হয়। ২০০৯ সালের স্থানীয় সরকার আইনের ১২ (১) ধারা মোতাবেক তাকে বরখাস্ত করা হয়।