1432102611

দৈনিকবার্তা-ঢাকা, ০২ জুন: রাজধানীর পল্টন থানায় করা নাশকতার তিন মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত। ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা মঙ্গলবার এই আদেশ দেন।এই তিন মামলায় গত ২০ মে মির্জা ফখরুলকে ১০ দিন করে মোট ৩০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। অন্যদিকে ফখরুলের পক্ষে তাঁর আইনজীবী জামিনের আবেদন করেন। উভয় আবেদন নামঞ্জুর করেন ঢাকার মহানগর হাকিম অশোক কুমার দত্ত।তবে তদন্তকারী কর্মকর্তাকে তিন দিনের মধ্যে কারাফটকে ফখরুলকে জিজ্ঞাসাবাদের আদেশ দেন আদালত।মহানগর হাকিমের ওই আদেশের বিরুদ্ধে মহানগর দায়রা জজ আদালতে ফখরুলের পক্ষে মঙ্গলবার তাঁর আইনজীবী জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তা নাকচ করেন।গত ৬ জানুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে মির্জা ফখরুলকে আটক করে পুলিশ। পরে তাঁর গ্রেপ্তার দেখানো হয়। বর্তমানে তিনি কারাগারে আছেন।এই বিএনপি নেতার আইনজীবী সৈয়দ জয়নাল আবেদীন জানান, মির্জা ফখরুলের বিরুদ্ধে ৮০টি মামলা রয়েছে। এর মধ্যে কয়েকটি মামলায় অভিযোগপত্র দিয়েছে পুলিশ।

ফখরুলের আইনজীবী জয়নাল আবেদীন মেজবা জানান, ওই তিন মামলায় গত ২০ মে ফখরুলকে জিজ্ঞাসাবাদের জন্য মোট ৩০ দিনের (প্রতিটিতে ১০ দিন করে) রিমান্ড চেয়েছিল পুলিশ। ঢাকার মুখ্য মহানগর হাকিমের সেই আবেদনও নাকচ করেছিলেন। সোমবার জামিন আবেদনের শুনানিতে মির্জা ফখরুলকে আদালতে হাজির করা হয়নি।গত ৫ জানুয়ারি পল্টন থানায় দায়ের করা মামলার এজহারে ফখরুল এবং বিএনপির ২৮ নেতা-কর্মী বিরুদ্ধে গুলিস্থানের বঙ্গবন্ধু হর্কাস মার্কেটের সামনে বাস পোড়ানোর অভিযোগ আনা হয়েছে।অন্য মামলায় একই দিন ফকিরাপুল এলাকায় পুলিশের একটি মোটর সাইকেলে আগুন দেওয়ার অভিযোগ আনা হয়েছে ফখরুলসহ ৫০ জনের বিরুদ্ধে।তৃতীয় মামলার এজাহারে বলা হয়,৬জানুয়ারি পুরানা পল্টনে বিআরটিসির বাসে আগুন দিয়ে ক্ষতি সাধন করেন আসামিরা। এ মামলার আসামি ফখরুলসহ ৩৪ জন আসামি।