03

দৈনিকবার্তা-ঢাকা, ০২ জুন: পবিত্র শবে বরাত উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দলের চেয়ারপারসন খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন খালেদা জিয়া।মঙ্গলবার বিকেল ‍সাড়ে ৫টায় রাজধানীর বনানী কবরস্থানে কোকোর কবর জিয়ারত করেন । এ সময় তিনি সেখানে পবিত্র কোরআন পাঠ করেন ও ছেলের রূহের মাগফেরাত কামনা করে এরপর দোয়া মোনাজাত করেন খালেদা জিয়া।এ সময় তার সঙ্গে ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, মহিলা দলের সভাপতি নূরে আরা সাফা, সাধারণ সম্পাদি‍কা শিরিন সুলতানাসহ মহিলা দলের কয়েকজন নেত্রী। কোকোর কবর জিয়ারতের পরে তিনি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিস্থলে যান।গত ২৪ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মালয়েশিয়ায় মারা যান সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো। ২৭ জানুয়ারি কোকোর মরদেহ দেশে আনা হয়। ওইদিন বিকেলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে নামাজে জানাজা শেষে সন্ধ্যায় বনানী কবরস্থানে তাকে সমাহিত করা হয়।