airport

দৈনিকবার্তা-ঢাকা, ১ জুন: শাহজালাল বিমানবন্দরের ডাস্টবিনের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় প্রায় ৫০ লাখ টাকার ওষুধ উদ্ধার করেছে ঢাকা কাস্টমস কর্তৃপক্ষ।ঢাকা কাস্টমসের ‘প্রিভেনটিভ’ দলের সহকারী কমিশনার মো. শহীদুজ্জামান সরকার বলেন, সোমবার সকাল ১০টার দিকে বিমানবন্দরের কুরিয়ার গেইট ও রানওয়ের মাঝে একটি ডাস্টবিনের পাশে ওষুধের কার্টনগুলো পাওয়া যায়।তিনি বলেন, ওষুধের প্যাকেটেগুলোর গায়ে বিমানের বিল নম্বর ও আমদানিকারকের নাম ছেড়া অবস্থায় পাওয়া গেছে। বিল নম্বর না থাকায় কোন দেশে থেকে এগুলো আনা হয়েছে তা বলা যাচ্ছে না।

শহীদুজ্জামনের ধারণা, বের হওয়ার সময় কাস্টমস কর্তৃপক্ষের লোকজন সামনে পড়ায় চক্রটি ওষুধগুলো রেখে পালিয়ে যায়।ওষুধগুলো আমদানি নিষিদ্ধ ছিল কিনা জানতে চাইলে তিনি বলেন, এলসির মাধ্যমে এসব ওষুধ আনা গেলেও কুরিয়ারের মাধ্যমে তা আমদানির বিষয়ে নিষেধাজ্ঞা রয়েছে। এদিকে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩০ মে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজে ২৪টি সোনার বার জব্দের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

আজ সোমবার গঠিত এই তদন্ত কমিটির প্রধান করা হয়েছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক খালেদ মোহাম্মদ আবু হোসেন। কমিটির অন্য দুই সদস্য হলেন শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের দুই সহকারী পরিচালক ওমর ফারুক ও মো. কামারুজ্জামান।শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান জানান, কমিটিকে দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে। প্রতিবেদন পাওয়ার পরপরই এ ঘটনায় মামলা করা হবে।