দৈনিকবার্তা-ঢাকা, ১ জুন: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন্ন ঢাকা সফরে তিস্তাচুক্তি সই হবে বলে আশাবাদ ব্যক্ত করছে বিএনপি৷ আর না এর বিরুদ্ধে কথা বলবে দলটি৷ সোমবার দুপুরে এক আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান এসব কথা বলেন৷সোমবার জাতীয় প্রেসক্লাবে বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৪তম মৃতু্যবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবক দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন৷বিএনপি নেতা নোমান বলেন, ঢাকায় নরেন্দ্র মোদী আসছেন৷ আমরা আশা করব, এবার তিস্তার পানি বন্টন চুক্তি হবে৷ দেশের সুশীল সমাজও ভারতের প্রধানমন্ত্রীর সফর সম্পর্কে যেভাবে আশাবাদ করেছে তার প্রতিফলন হোক আমরা চাই৷ এটা হলে আমার অভিনন্দন জানাব৷ না হলে এর বিরুদ্ধে কথা বলব৷
এর আগে রবিবার ভারতের রাজধানী দিলি্লতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বলেছেন, মোদীর ঢাকা সফরে তিস্তা চুক্তি হচ্ছে না৷ নোমান বলেন, অনেক গণমাধ্যম বলছে, বিএনপি হঠাত্ ভারতমুখী হয়ে পড়েছে৷ বিএনপি একটি উদার গণতান্ত্রিক দল৷ তিস্তার পানি চাইলে, বা ট্রানজিট, বাণিজ্য চুক্তির ন্যায্যতা নিয়ে কথা বললে তা যদি ভারত বিরোধিতা হয় বিএনপির কিছু করার নেই৷ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরে তিস্তার পানি বন্টনসহ দেশের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে পারলে সরকারের প্রশংসা করবে বিএনপি৷ দলটির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান এ মন্তব্য করেছেন৷তিনি বলেন, বিএনপি রাজনীতি করে দেশ ও জনগণের জন্য৷ ভারতের কাছ থেকে তিস্তাচুক্তিসহ পানির ন্যায্য হিস্যা বুঝে নিতে পারলে সরকারের প্রশংসা করা হবে৷ সরকারকে ধন্যবাদও দেয়া হবে৷তিনি আরও বলেন, স্বাধীনতার পর থেকেই আমরা আমাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছি৷ সুবিশাল পদ্মা নদী শুকিয়ে মরুভূমি হয়ে গেছে৷ পদ্মা চরে এখন গাড়ি চলে৷ একই ভাবে তিস্তাচুক্তি বাস্তবায়ন করতে না পারলে তিস্তা নদীতেও একদিন ঘোড়ার গাড়ি চলবে৷ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত্৷
আব্দুল্লাহ আল নোমান নোমান বলেন, জাতীয় সমস্যা সমাধানে বিএনপি সব সময় ঐক্যবদ্ধ৷ দেশের স্বার্থে বিএনপি আন্দোলন থেকে পিছিয়ে থাকবে না৷মোদির সফর নিয়ে টকশোতে অংশ নেওয়া সুশীল সমাজের সমালোচনা করে তিনি বলেন, তাদের কথা শুনলে মনে হয় দেশের মানুষ দোজখে আছে৷ মোদি দেবতা হয়ে আসছে দেশের মানুষকে স্বর্গে নিয়ে যেতে৷বর্তমানে দেশে রাজনৈতিক শুন্যতা চলছে উল্লেখ করে তিনি বলেন, আগামীতে ব্যালটের মাধ্যমে এ শুন্যতা পূরণ করতে হবে৷ জেল জুলুমের ভয়ে বসে থাকলে চলবে না৷ আন্দোলনের মধ্য দিয়েই আমাদের সফলতা অর্জন করতে হবে৷ স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মনির হোসেন মনির সভাপতিত্বে এ সভায় আরও বক্তব্য দেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আযাদ প্রমুখ৷