1433165064

দৈনিকবার্তা-ঢাকা, ১ জুন: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, দ্রুত মামলা জট কমাতে সরকার কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছে৷ অল্প কিছুদিনের মধ্যেই এর ফলাফল পাওয়া যাবে৷তিনি সোমবার সংসদে স্বতন্ত্র সদস্য মো. ছলিম উদ্দীন তরফদারের এক সম্পূরক প্রশ্নের জবাবে এ কথা বলেন৷

সরকারি দলের সদস্য সুবিদ আলী ভুইয়ার এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিকল্প পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তির মাধ্যমে মামলা জট কমানোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে৷ প্রতি জেলায় কেস ম্যানেজমেন্ট কমিটি গঠনের মাধ্যমে দ্রম্নত মামলা নিষ্পত্তি পদক্ষেপ হাতে নেয়া হয়েছে৷ এছাড়া, অধিকসংখ্যক বিচারক নিয়োগ করে সরকার আদালতের সংখ্যা বৃদ্ধি করেছে৷সরকারি দলের এম আবদুল লতিফের অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মামলার দীর্ঘসূত্রিতা নিরসনকল্পে সুপ্রিম কোর্টের আওতা ইতোমধ্যে বাড়ানো হয়েছে৷ গত ৯ ফেব্রম্নয়ারি হাইকোর্ট বিভাগে ১০ জন অতিরিক্ত বিচারক নিয়োগ করেছে৷

তরিকত ফেডারেশনের সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী এক সম্পূরক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, জামায়াতের নিবন্ধন বাতিলের মামলাটি বর্তমানে আপিল বিভাগে বিচারাধীন রয়েছে৷ মামলা দ্রম্নত শুনানির জন্য বাদীপক্ষকে আপিল বিভাগে আবেদনের জন্য তিনি পরামর্শ দেন৷আনিসুল হক বলেন, জামায়াত নিষিদ্ধ করার ব্যাপারে আনত্মর্জাতিক অপরাধ ট্রাইবু্যনাল আইন সংশোধনী বর্তমানে মন্ত্রিপরিষদে রয়েছে৷ সেখানে পাস হলে তা সংসদে উত্থাপন করা হবে৷স্বতন্ত্র সদস্য হাজী মো. সেলিমের অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি বলেন, ঢাকা মেট্রোপলিটন আদালতে কিছু বিচারকের পদ শূন্য রয়েছে৷ আগামী ২ সপ্তাহের মধ্যে এসব পদ পূরণ করা হবে৷