1311

দৈনিকবার্তা-ঢাকা, ১ জুন: বরিশাল বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রী সাওদা হত্যা মামলার রায়ে অভিযুক্ত রাসেল মাতুব্বরকে ফাঁসির দন্ড দিয়েছে আদালত। সোমবার বেলা ১১টায় জেলা ও দায়েরা জজ আদালতের বিচারক মো. আনোয়ারুল হক এই রায় প্রদান করেন। এসময় রাসেল মাতুব্বর আদালতে উপস্থিত ছিলেন।মামলার নথি থেকে জানা গেছে, ২০১৩ সালের ৫ সেপ্টেম্বর বরিশাল বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস সংলগ্ন ব্রাউন কম্পাউন্ড এলাকায় ধারালো দা দিয়ে একাউন্টিং বিভাগের প্রথম বর্ষের ছাত্রী সাইদা আক্তার সাওদাকে কুপিয়ে হত্যা করে ম্যানেজমেন্ট বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র রাসেল মাতুব্বর। সকাল ৯টায় শেবাচিম হাসপাতালে নেওয়া হয় তাকে। সেখান থেকে দুপুর আড়াইটায় হেলিকপ্টারযোগে সাওদাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে সাওদার মৃত্যু হয়।

সাওদার মা শাহিদা বেগম কোতোয়ালী মডেল থানায় রাসেলকে প্রধান আসামী এবং আরও ৩/৪ জনকে অভিযুক্ত করে মামলা করেন। ২০১৩ সালের ১২ সেপ্টেম্বর রাসেলকে চট্টগ্রাম বন্দর থানার কলসদীঘি এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাখায়াত হোসেন ২০১৪ সালের ৩০ এপ্রিল আদালতে রাসেলকে অভিযুক্ত করে চার্জশীট দাখিল করেন। আদালত মামলার ২৭ জন সাক্ষীর মধ্যে ১৯ জনের স্বাক্ষ্য গ্রহণ শেষে আজ রায় প্রদান করেছে।সাওদা বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার হাতেমপুর গ্রামের রাজ্জাক মিয়ার কন্যা। ফাঁসির দন্ডপ্রাপ্ত রাসেল মাতুব্বর একই উপজেলার জ্ঞানপাড়া গ্রামের হারুন মাতুব্বরের ছেলে।