DoinikBarta_দৈনিকবার্তা_gazipur._55092

দৈনিকবার্তা-গাজীপুর, ০১ জুন: বকেয়া টাকা পরিশোধের দাবিতে অবস্থান ধর্মঘট পালন করেছে গাজীপুর সড়ক বিভাগের অর্ধশত ঠিকাদার। সোমবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সড়ক ভবনের অভ্যন্তরে এ কর্মসূচি পালন করে।সওজের ঠিকাদার আলহাজ্ব ফাইজুদ্দিনের নেতৃত্বে ঠিকাদার আব্দুল হান্নান, মোঃ তাজ উদ্দিন, ফারুক আহমেদসহ অর্ধশত ঠিকাদার এ কর্মসূচিতে অংশ নেন।ঠিকাদার নেতা আলহাজ্ব ফাইজুদ্দিন জানান, জরুরী মেরামতের কাজ করার জন্য ২০১১-২০১২ অর্থ বছরের ৬ কোটি ৮৫ লাখ টাকা, ২০১৩-২০১৪ অর্থ বছরের ১৯ কোটি ৮৭ লাখ টাকা এবং উন্নয়ন খাতের গত ৪-৫ বছরের প্রায় ১৪ কোটি টাকা বকেয়া পড়ে আছে। দীর্ঘ দিন ধরে ঠিকাদারদের পাওনা টাকা পরিশোধ না করায় ঠিকাদাররা আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। তিনি আরো জানান, অবস্থান ধর্মঘট কর্মসূচি চলাকালে গাজীপুর সড়ক বিভাগের অফিসে কোন কাজকর্ম হয়নি। ঠিকাদাররা জানান, অবিলম্বে বকেয়া টাকা প্রদানের ব্যাপারে কোন সিদ্ধান্ত না দিলে সকল ঠিকাদারগণ ঐক্যদ্ধ ভাবে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা দিতে বাধ্য হবে।এ ব্যাপারে গাজীপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ উদ্দিন খান জানান, ঠিকাদারদের বকেয়া টাকা পরিশোধের ব্যাপারে মন্ত্রনালয়সহ সড়ক বিভাগের সংশ্লিষ্ট দফতরকে অবহিত করা হয়েছে। বিষয়টি নিয়ে আলোচনাও হচ্ছে।